পাত্তা পাবেন না বিরাট-রোহিতেরা! ভারতের এই মহিলা ক্রিকেটারই বসবাস করেন সবথেকে দামি বাড়িতে

বাংলা হান্ট ডেস্ক: শচীন তেন্ডুলকার (Sachin Tendulkar) থেকে শুরু করে এমএস ধোনি (MS Dhoni), বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মার (Rohit Shrama) মতো তারকা ক্রিকেটাররা শুধু কিংবদন্তিই নন পাশাপাশি তাঁরা দেশের সবচেয়ে ধনী ক্রীড়াবিদদের তালিকাতেও জায়গা করে নিয়েছেন। শুধু তাই নয়, তাঁদের রাজকীয় জীবনযাপন এবং বিলাসবহুল বাড়ির প্রসঙ্গ প্রায়শই উঠে আসে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

এই যেমন ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতের অধিনায়ক রোহিত শর্মা ৫৩ তলার একটি বিলাসবহুল টাওয়ারের ২৯ তলায় থাকেন। তাঁর অ্যাপার্টমেন্টের দাম হল ৩০ কোটি টাকা। পাশাপাশি, বিরাট কোহলি এবং তাঁর স্ত্রী তথা বলিউড তারকা অনুষ্কা শর্মা গুরুগ্রামে ৮০ কোটি টাকার একটি ভিলার মালিক। এর পাশাপাশি ক্রিকেটের ঈশ্বর শচীন তেন্ডুলকার মুম্বাইয়ের বান্দ্রায় ৮০ কোটি টাকার একটি প্রাসাদোপম বাড়িতে থাকেন। যদিও, সামগ্রিকভাবে ক্রিকেটারদের মধ্যে সবথেকে দামি বাড়িটি রয়েছে গুজরাটের মৃদুলা জাদেজার (Mridula Jadeja) কাছে। তিনি রাজকোটের রঞ্জিত বিলাস প্যালেসে থাকেন। তবে, জানিয়ে রাখি যে, মৃদুলা ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার সাথে সম্পর্কিত নন।

This Indian cricketer lives in the most luxurious house

বরং, মৃদুলা কুমারী জাদেজা হলেন মান্ধাতাসিংহ জাদেজার কন্যা। যিনি ওই প্যালেসের বর্তমান মালিক। এদিকে, ওই প্যালেসটি ২২৫ একর এলাকা জুড়ে বিস্তৃত রয়েছে। মূলত, তাঁরা রাজকোটের রাজপরিবারের সদস্য। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, রঞ্জিত বিলাস প্যালেসে ৬ একর জায়গার মধ্যে ১৫০ টি কক্ষ তৈরি করা হয়েছে। পাশাপাশি, এখানে বেশ কয়েকটি দুষ্প্রাপ্য বিলাসবহুল গাড়ি সহ একটি গ্যারেজ রয়েছে। এই প্যালেসটিকে এখনও “প্রাইভেট রেসিন্ডেন্স” হিসেবেই রাখা হয়েছে। অর্থাৎ, অন্যান্য অধিকাংশ প্যালেসের মতো এটিকে এখনও হেরিটেজ হোটেলে রূপান্তরিত করা হয়নি।

আরও পড়ুন: এবার UFO-র হানা ভারতের এই বিমানবন্দরে? মুহূর্তের মধ্যে স্তব্ধ পরিষেবা, আতঙ্কের সম্মুখীন যাত্রীরা

এদিকে, মৃদুলা জাদেজা প্রায়শই সোশ্যাল মিডিয়ায় তাঁর বিশাল রাজকীয় বাসভবন থেকে ছবি শেয়ার করেন। প্যালেসটি ভারতের সবচেয়ে ব্যয়বহুল রাজকীয় বিবাহেরও আয়োজন করেছিল। জানা গিয়েছিল, রঞ্জিত বিলাস প্যালেস সহ তাঁদের মোট সম্পদের পরিমাণ হল ৪,৫০০ কোটি টাকা। যার মধ্যে রনদারদা লেক ফার্ম, ৫৫০ একর জমি, একটি রুপোর রথ, গহনা এবং দুষ্প্রাপ্য গাড়ি সামিল রয়েছে।

আরও পড়ুন: ভারতীয় রেলে চাকরির সুযোগ! বিপুল শূন্যপদে নিয়োগের জন্য জারি বিজ্ঞপ্তি, এভাবে করুন আবেদন

প্রসঙ্গত উল্লেখ্য, মৃদুলার বাবা হলেন একজন ব্যবসায়ী। পাশাপাশি, মৃদুলা সৌরাষ্ট্র মহিলা ক্রিকেট দলের অধিনায়কত্ব করেছেন এবং তিনি অতীতে খেলাধূলায় বেতন সমতা নিয়েও সোচ্চার ছিলেন। তাঁর মত অনুযায়ী, সম্মানজনক ম্যাচ ফি দরিদ্র পরিবারের প্রতিভাবান মহিলা ক্রিকেটারদেরকে কেরিয়ার হিসাবে বিবেচনা করতে সহায়তা করতে পারে। মৃদুলা সৌরাষ্ট্র ও পশ্চিমাঞ্চলের হয়ে ক্রিকেট খেলেছেন। তিনি তাঁর ক্রিকেট ক্যারিয়ারে ৪৬ টি সীমিত ওভারের ম্যাচ, ৩৬ টি-টোয়েন্টি এবং ১ টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেন। ৩২ বছর বয়সী এই ক্রিকেটার একজন ডানহাতি ব্যাটার এবং ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার। তিনি ২০২১ সালে মহিলাদের সিনিয়র ওয়ানডে ট্রফিতে চারটি হাফ সেঞ্চুরি করেছিলেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর