IPL-এর আগেই ঘটে গেল বিপদ! সুপার বাইক চালাতে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন ৩.৬০ কোটি টাকার ভারতীয় খেলোয়াড়

বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরের IPL (Indian Premier League) শুরু হতে আর বেশি বাকি নেই। সূচি অনুযায়ী, আগামী ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে ২০২৪-এর IPL। তবে তার আগেই, বড় ধাক্কা খেলো একটি দল। কারণ, সেই দলের একজন খেলোয়াড় এবার হলেন দুর্ঘটনার শিকার। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ঝাড়খণ্ডের উদীয়মান আদিবাসী ক্রিকেটার রবিন মিঞ্জ (Robin Minz) একটি বড়সড় দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন। এমতাবস্থায়, রবিবার তাঁর বাবা এই বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত উল্লেখ্য, রবিন IPL-এর নিলামের সময় থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলেন। মিঞ্জকে গুজরাট টাইটানস ৩.৬০ কোটি টাকায় কিনেছিল। আর তারপর থেকেই IPL -এর মঞ্চে তাঁর খেলা দেখার অপেক্ষায় ছিলেন ক্রিকেট প্রেমীরা। কিন্তু, IPL শুরুর কয়েকদিন আগেই তিনি দুর্ঘটনার শিকার হলেন।

This Indian player met with an accident while riding a super bike

ঠিক কি ঘটেছে: রিপোর্ট অনুযায়ী, মিঞ্জ একটি কাওয়াসাকি সুপারবাইক চালাচ্ছিলেন। সেই সময়ে তাঁর বাইক অন্য একটি বাইককে ধাক্কা মারে এবং তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তাঁর বাবা ফ্রান্সিস মিঞ্জ এই বিষয়টি সামনে এনেছেন। তিনি জানিয়েছেন, “রবিনের বাইকটির সাথে অন্য একটি বাইকের ধাক্কা লাগার জেরে সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এই মুহূর্তে গুরুতর কিছু বিষয় নেই এবং সে বর্তমানে পর্যবেক্ষণে রয়েছে।”

আরও পড়ুন: পাহাড় হোক বা খারাপ রাস্তা! ঘোড়ার মতো ছুটবে Hero Xoom 160, রয়েছে দুর্ধর্ষ ফিচার্স, অবাক করবে দাম

এদিকে এই দুর্ঘটনার কারণে সুপার বাইকের সামনের অংশটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে, এই বাঁ-হাতি ব্যাটারের ডান হাঁটুতে চোট রয়েছে। উল্লেখ্য যে, রবিন মিঞ্জ একজন বাঁ-হাতি ব্যাটার এবং ভারতের প্রাক্তন অধিনায়ক তথা IPL-এ চেন্নাই সুপার কিংসের (CSK) অধিনায়ক MS ধোনির বিশাল ভক্ত।

আরও পড়ুন: ফের হুঙ্কার Tata Motors-এর! পাত্তা পেল না Hyundai, হয়ে উঠল ভারতের দ্বিতীয় বৃহত্তম গাড়ি কোম্পানি

তিনি ঝাড়খণ্ডের গুমলা জেলার বাসিন্দা। বর্তমানে তিনি রাঁচির নামকুম এলাকায় বসবাস করছেন। এছাড়াও, মিঞ্জ ঝাড়খণ্ডের U19-এর পাশাপাশি U25 দলেরও একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর