বাংলা হান্ট ডেস্ক: সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে রেলের (Indian Railways) যাত্রী সংখ্যা। এমতাবস্থায়, যাত্রীদের সুষ্ঠুভাবে পরিষেবা প্রদানের লক্ষ্যে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, রেলের নতুন টিকিট পলিসির অধীনে, এখন যাত্রীরা কনফার্ম টিকিট বাতিল করার পরিবর্তে, সরাসরি একটি নতুন ভ্রমণের তারিখ বেছে নিতে পারবেন। এর মানে হল, যদি আপনার ট্রেনের তারিখ পরিবর্তন হয়, তাহলে আপনার টিকিট বাতিল করে লোকসান করার দরকার নেই। কেবল একটি নতুন তারিখ নির্বাচন করুন এবং ভ্রমণ করুন।
রেলের (Indian Railways) যাত্রীরা হবেন লাভবান:
এই সম্পূর্ণ সুবিধাটি IRCTC-র ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপে পাওয়া যাবে। যাত্রীরা লগ ইন করে তাঁদের বুক করা টিকিট (Indian Railways) দেখতে পারবেন এবং আসনের উপলব্ধতার ওপর ভিত্তি করে একটি নতুন তারিখ বা ট্রেন নির্বাচন করতে পারবেন। এর জন্য, শুধুমাত্র ভাড়ার পার্থক্য (যদি থাকে) দিতে হবে। এছাড়া, অন্য কোনও অতিরিক্ত চার্জ দিতে হবে না।
বর্তমান ব্যবস্থায়, যদি আপনি একটি কনফার্ম টিকিট বাতিল করেন, তাহলে আপনাকে ২৫ শতাংশ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ফি দিতে হবে এবং যদি আপনি ট্রেন মিস করেন, তাহলে আপনি কোনও অর্থ ফেরত পাবেন না। কিন্তু এই নতুন ব্যবস্থায় টিকিট (Indian Railways) বাতিলের কোনও প্রয়োজন হবে না। যার ফলে যাত্রীদের টাকা এবং সময় দু’টোই সাশ্রয় হবে।
আরও পড়ুন: মিলল না সুখবর! দীপাবলির আগে গ্রাহকদের হতাশ করল SBI
এই সুবিধাটি সেইসব যাত্রীদের জন্য সুবিধা এনে দেবে যাঁরা ঘন ঘন ট্রেনে সফর করেন। অর্থাৎ শিক্ষার্থী থেকে শুরু করে নিত্যযাত্রীরা লাভবান হবেন। এখন,তাঁদের ভ্রমণ পরিকল্পনা হঠাৎ করে বদলে গেলেও, তারা কোনও টেনশন ছাড়াই টিকিট শিডিউল করতে পারবেন।
আরও পড়ুন: দীপাবলির পরেই সফর শুরু হাইড্রোজেন ট্রেনের! কোন রুটে হবে চলাচল? মিলল আপডেট
জানিয়ে রাখি যে, বিশ্বের একাধিক দেশে ইতিমধ্যেই এই ধরণের সুবিধা রয়েছে। জাপান থেকে শুরু করে, ব্রিটেন এবং ইউরোপে যাত্রীরা ফ্লেক্সিবল টিকিট ব্যবহার করতে পারেন। এখন, ভারতীয় রেলও এই দিকে এগিয়ে যাচ্ছে। এর ফলে যাত্রীরা আন্তর্জাতিক স্তরের সুযোগ-সুবিধা উপভোগ করার সুযোগ পাচ্ছেন।