ক্রিকেট বিশ্বের ৪ টি অনন্য কীর্তি, যা কোনওদিন ভাঙা সম্ভব না! রয়েছে ২ ভারতীয়র রেকর্ডও

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ক্রিকেট বিশ্বে প্রতিবছরই নতুন কোনও না কোনও রেকর্ড তৈরি হয়। তার মধ্যে কিছু রেকর্ড হয় ক্ষণস্থায়ী। আবার বেশ কিছু রেকর্ড হয় বেশ দীর্ঘস্থায়ী। আজ আমরা ক্রিকেট জগতের এমন কয়েকটি রেকর্ড নিয়ে আলোচনা করব যা আপাতত দেখে মনে হচ্ছে সেগুলি চিরস্থায়ী। এই রেকর্ডগুলি অনন্য এবং সৃষ্টি হওয়ার বহুবছর পরে আজও সেগুলিকে কেউ ভাঙতে পারেননি।

৹ স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের রেকর্ড: টেস্ট ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটার। এই কিংবদন্তির ৯৯.৯৬ টেস্ট গড়ের কথা তো সকলেই জানেন। কিন্তু তিনি যে নিজের টেস্ট ক্যারিয়ারে মাত্র ৬ টি ছক্কা মেরে ছিলেন এই রেকর্ডটা অনেকেই জানেন না। ভবিষ্যতে অল্প ম্যাচ খেলে যদিও বা তার রেকর্ড কেউ ভেঙে দেন কিন্তু মাত্র ৬ টা ছক্কা মেরে এই রেকর্ড কেউ করতে পারবেন কি?

৹ ভগবৎ চন্দ্রশেখরের রেকর্ড: একজন বোলার মাঝেমধ্যেই টেস্ট ক্রিকেটে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে থাকেন। তিনি অতিরিক্ত দুর্বল ব্যাটার হলেও দলের প্রয়োজনে অনেক সময় তাকে রুখে দাঁড়াতে হয়। ফলে নামের পাশে কিছু রান যোগ হয়েই যায়। কিন্তু ভারতের এই কিংবদন্তি স্পিনার টেস্ট ফরম্যাটে এতটাই কম রান করেছেন যে তার আন্তর্জাতিক উইকেট সংখ্যাও তার আন্তর্জাতিক রান সংখ্যার চেয়ে বেশি। তিনি আন্তর্জাতিক কেরিয়ারে মাত্র ১৬৭ রান করেছেন কিন্তু ২৪২ টি উইকেট নিয়েছেন।

আরও পড়ুন : এবার ট্রেন, বাস এবং ফ্লাইটের টিকিট বুকিংয়ে মিলছে দুর্দান্ত ছাড়! এই তারিখের আগেই নিয়ে নিন ফায়দা

৹ সনৎ জয়সূর্যর রেকর্ড: শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার মূলত একজন অলরাউন্ডার হলেও নিজের ব্যাটিংয়ের কারণেই বেশি পরিচিত ছিলেন। তবে বল হাতেও দলকে সাহায্য করার ক্ষমতা রাখতেন তিনি। অনেকেই বিশ্বাস করবেন না কিন্তু কিংবদন্তি অস্ট্রেলিয়ান লেগ স্পিনার শেন ওয়ার্নের চেয়েও তিনি ওডিআই ফরম্যাটে বেশি উইকেট নিয়েছেন। ওডিআই ফরম্যাটে ওয়ার্নের উইকেট সংখ্যা ২৯৩। কিন্তু জয়সূর্য নিয়েছেন ৩৪০ উইকেট।

৹ অজিত আগারকারের রেকর্ড: আজও ভারতীয়দের মধ্যে দ্রুততম ওডিআই অর্ধশতরানের রেকর্ড রয়েছে অজিত আগারকারের নামের পাশে। বহুদিন হয়ে গেলেও আজও তার এই রেকর্ডটিকেও ভাঙতে পারেনি। মাত্র ২৩ বলে হাফসেঞ্চুরি করেছিলেন এই ভারতীয় অলরাউন্ডার। ভবিষ্যতে যদি কোনও ক্রিকেটার এই রেকর্ড ভেঙে ও দেন তাহলেও এটাও নিশ্চিত ভাবে বলা যায় যে আগারকারের মতো ৮ নম্বরে ব্যাটিং করতে নেমে কারোর পক্ষে এই রেকর্ড ভাঙ্গা সম্ভব হবে না।