টেসলার আগমনে এইভাবে লাভবান হবে ভারত! মাস্কও পেয়ে যাবেন এই বড় সুযোগ

বাংলা হান্ট ডেস্ক: অবশেষে দীর্ঘ জল্পনার অবসান! ইতিমধ্যেই টেসলার প্রধান ইলন মাস্ক (Elon Musk) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সাথে দেখা করার পর জানিয়েছেন যে, তাঁর কোম্পানি শীঘ্রই ভারতে কাজ শুরু করবে। এর পাশাপাশি মাস্ক আরও জানান যে তিনি ভারতে প্রচুর বিনিয়োগ করতেও প্রস্তুত। সবচেয়ে বড় কথা হল, ইলন মাস্ক যত তাড়াতাড়ি সম্ভব ভারতে তাঁর কোম্পানির কাজ শুরু করার চেষ্টা করবেন বলেও জানিয়েছেন।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ইলন মাস্কের কোম্পানি টেসলা ইলেকট্রিক কার সেগমেন্টে প্রচুর কাজ করেছে। এমনকি, গাড়ির দুনিয়ায় এই কোম্পানিটির দুর্দান্ত খ্যাতি রয়েছে। এদিকে, ভারত দূষণের মাত্রা কমাতে গত কয়েক বছর ধরে ক্রমাগত ইলেকট্রিক গাড়ির ওপর জোর দিয়ে আসছে।

এমতাবস্থায়, ভারতের একাধিক কোম্পানি ইতিমধ্যেই তাদের বৈদ্যুতিক গাড়ি বাজারে লঞ্চ করেছে। যার জেরে ক্রমশ দেশের বাজারে বৈদ্যুতিক গাড়ির সংখ্যা বাড়ছে। এমন পরিস্থিতিতে ইলন মাস্ক যখন এই ঘোষণা করলেন, তখন প্রশ্ন উঠছে টেসলা ভারতে এলে ঠিক কি লাভ হবে?

মূলত, এই সংস্থা ভারতে আসার সঙ্গে সঙ্গে ভারতে বহু স্তরে চাকরির সৃষ্টি হবে। পাশাপাশি, ভারতে বৈদ্যুতিক গাড়ির বাজারে প্রতিযোগিতা বাড়বে। যার প্রত্যক্ষ সুফল পাবেন দেশের জনগণ। এছাড়াও, বৈদ্যুতিক গাড়ির সঙ্গে সম্পর্কিত অন্যান্য শিল্পও লাভবান হবে।

পাশাপাশি, ভারতে টেসলার আগমন ঘটলে লাভবান হবে ওই সংস্থাও। মূলত, টেসলা চিনের পর ভারতে তার প্ল্যান্ট স্থাপন করবে। যার কারণে এটি বিশ্বের আরও একাধিক দেশে তার ব্যবসা ছড়িয়ে দিতে সক্ষম হবে। এছাড়াও, টেসলা লজিস্টিক সাপোর্টের জন্য একটি প্রধান অবস্থান পাবে। উল্লেখ্য যে, ইতিমধ্যেই চিনের সাংহাইতে টেসলার একটি প্ল্যান্ট রয়েছে।

netherlands us economy auto tesla

এদিকে, আরও একটি প্রশ্নও উঠেছে যে ইলন মাস্কের কোম্পানি টেসলা এতদিন পর্যন্ত কেন ভারতে আসেনি? এর পেছনের কারণ হল টেসলা একটি বড় ইনসেন্টিভ চেয়েছিল। যা সরকার দেয়নি। কিন্তু এখন ভারতীয় বাজারের কথা মাথায় রেখেই দেশে আসার সিদ্ধান্ত নিয়েছেন মাস্ক। এছাড়াও ভারত থেকে স্পষ্টভাবে বলা হয়েছিল যে, টেসলাকে শুধুমাত্র ভারতেই তার প্রোডাকশন প্ল্যান্ট স্থাপন করতে হবে। কিন্তু প্রথমে টেসলা চিনের প্ল্যান্ট থেকে ভারতে তার কাজ শেষ করতে চেয়েছিল। যদিও, এখন এটা স্পষ্ট হয়ে গেছে যে, টেসলার প্ল্যান্ট শীঘ্রই ভারতে স্থাপন করা হবে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর