বাংলা হান্ট ডেস্ক: বেশ কয়েক মাসের অপেক্ষার পর অস্ট্রেলিয়া সফরে টিম ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হয়েছেন কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli)। এমতাবস্থায়, তাঁর পারফরম্যান্সের দিকে তাকিয়ে ছিলেন ক্রিকেট অনুরাগীরা। যদিও, পার্থ থেকে অ্যাডিলেডের দ্বিতীয় ODI-তে বিরাট কোহলির ব্যাট রান পেল না। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, অ্যাডিলেডের হিরো হিসেবে বিবেচিত বিরাট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ODI-তে তিনি আউট হলেন শূন্য রানে। আরও একটি চমকপ্রদ বিষয় হল অ্যাডিলেডে খেলা কোনও আন্তর্জাতিক ম্যাচে এই প্রথম বিরাট কোহলি শূন্য রানে আউট হলেন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ODI-তেও রান পেলেন না কোহলি (Virat Kohli):
বিরাট কোহলি শূন্য রানে আউট হন: অ্যাডিলেডে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে চলা দ্বিতীয় ODI-তে বিরাট কোহলি (Virat Kohli) ৪ টি বল খেলেও কোনও রান না করে আউট হন। জেভিয়ার বার্টলেট তাঁকে এলবিডব্লিউ করেন। এর আগে, পার্থে খেলা সিরিজের প্রথম ODI-তে, বিরাট কোহলি ৮ বল খেলে শূন্য রানে আউট হয়েছিলেন।
অ্যাডিলেডের নায়ক বিরাট কোহলির সঙ্গে, এই প্রথমবার এমনটা ঘটল: জানিয়ে রাখি যে, বিরাট কোহলি (Virat Kohli) ক্রিকেটে প্রতিটি ফরম্যাটেই অস্ট্রেলিয়ার মাঠে প্রচুর রান পেয়েছন। পরিসংখ্যান অনুযায়ী, অ্যাডিলেডে খেলা ১৩ টি আন্তর্জাতিক ম্যাচে, বিরাট কোহলি ৬০.৯৩ গড়ে ৯৭৫ রান করেছেন এবং ৫ টি সেঞ্চুরি করেছেন। যার মধ্যে, অ্যাডিলেডে খেলা ৪ টি ODI-তে ৬১ গড়ে ২৪৪ রান এসেছে। যার মধ্যে ২ টি সেঞ্চুরিও রয়েছে। অতএব, ইতিহাস সাক্ষী যে বিরাট যখনই অ্যাডিলেডে এসেছেন, তাঁর ব্যাট থেকে রান এসেছে। কিন্তু চলতি সিরিজে, এই প্রথমবার অ্যাডিলেডে খেলা কোনও আন্তর্জাতিক ম্যাচে তিনি শূন্য রানে আউট হলেন।
আরও পড়ুন: শুভমান গিলের সঙ্গে এ কেমন আচরণ পাকিস্তানের অনুরাগীর! শুরু তুমুল সমালোচনা… ভাইরাল ভিডিও
বিরাট কোহলির পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে: জানিয়ে রাখি যে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ২ টি ODI-তে শূন্য রানে আউট হওয়া বিরাট কোহলির (Virat Kohli) কেরিয়ার নিয়েও প্রশ্ন তুলেছে। তিনি ইতিমধ্যেই T20 আন্তর্জাতিক থেকে অবসর নিয়ে ফেলেছেন। এই বছর ইংল্যান্ড সফরের আগে তিনি টেস্ট ক্রিকেট থেকেও অবসর নিয়েছিলেন।
আরও পড়ুন: ফিক্সড ডিপোজিটই করে দেবে মালামাল! PNB-SBI সহ এই ব্যাঙ্কগুলি দিচ্ছে দুর্দান্ত সুদের হার
এদিকে, ODI থেকেও কোহলির অবসর নিয়ে জল্পনা শুরু হয়েছে। অস্ট্রেলিয়া সফরই তাঁর বিদায়ী সিরিজ হতে পারে বলেও অনুমান করা হচ্ছে। তবে, এই বিষয়ে কোনও নিশ্চিত তথ্য না মিললেও বিরাট প্রথম ২ টি ODI-তে বিরাট (Virat Kohli) তাঁর ব্যাট দিয়ে যে ধরণের পারফরম্যান্স দেখিয়েছেন, তারপর তাঁর অবসর নিয়ে প্রশ্ন আরও ঘনীভূত হবে।