বাংলা হান্ট ডেস্ক: আপনি যদি PACL ইন্ডিয়া লিমিটেডের বিনিয়োগ পরিকল্পনা Pearls-এ বিনিয়োগ করে থাকেন, তাহলে আপনার জন্য এই প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ, আপনার টাকা ফেরত পাওয়ার ক্ষেত্রে এটাই শেষ সুযোগ। মূলত, বাজার নিয়ন্ত্রক সংস্থা SEBI (Securities and Exchange Board of India) বিনিয়োগকারীদের জন্য একটি বিরাট ঘোষণা করেছে। SEBI জানিয়েছে যে, বিনিয়োগকারীদের যেকোনোভাবেই ৩১ আগস্টের মধ্যে SEBI-র কাছে তাঁদের আসল নথি জমা দিতে হবে। পাশাপাশি, SEBI আরও জানিয়েছে, বিনিয়োগকারীদের জন্য এটাই এখন শেষ সুযোগ।
ক্লেম ফাইলের তারিখ বাড়ানো হয়েছে: জানা গিয়েছে যে, SEBI মূল নথি (Original Documents) জমা দেওয়ার শেষ তারিখ গত ৩০ জুন থেকে বাড়িয়ে আগামী ৩১ আগস্ট করেছে। মূলত, অনেক বিনিয়োগকারী ৩০ জুন পর্যন্ত তাঁদের নথি জমা দিতে না পারার কারণে তারিখ বাড়ানোর দাবি জানিয়েছিলেন। সেই পরিপ্রেক্ষিতেই এই পদক্ষেপ নিয়েছে SEBI। তবে এবার SEBI সাফ জানিয়ে দিয়েছে যে, নথি জমা দেওয়ার ক্ষেত্রে এটাই শেষ সুযোগ।
কারা সুবিধা পাবেন: SEBI-র দেওয়া তথ্য অনুসারে জানানো হয়েছে যে, ফেরত দেওয়ার উইন্ডোটি শুধুমাত্র সেই বিনিয়োগকারীদের জন্য খোলা আছে যাদের ক্লেমের পরিমান ১০,০০১ থেকে ১৫,০০০ টাকা পর্যন্ত রয়েছে। এছাড়াও, তাঁদের আবেদনও যাচাই করা হয়েছে। এর পাশাপাশি, SEBI একটি সতর্কতা জারি করে বলেছে বিনিয়োগকারীরা পার্লস স্কিমে বিনিয়োগের নথি যেন কাউকে না দেন। সুতরাং সমস্ত বিনিয়োগকারীদের ২০২২-এর ৩১ আগস্টের আগে তাঁদের ক্লেম রেজিস্ট্রেশন করতে হবে।
এই ঠিকানায় আপনার নথি পাঠান: প্রসঙ্গত উল্লেখ্য যে, শুধুমাত্র পার্লসের বিনিয়োগকারীদের মধ্যে যাঁদের কাছে যাচাইকরণের পর এসএমএস পাঠানো হয়েছে তাঁরাই রিফান্ডের জন্য ক্লেম করতে পারবেন। মূল নথিগুলি রেজিস্টার্ড পোস্ট অথবা স্পিড পোস্টের মাধ্যমে SEBI Bhawan, Plot No.C4-A, ‘G’ Block, Bandra-Kurla Complex,Bandra (East), Mumbai –400051-এই ঠিকানায় পাঠাতে হবে। তবে, আপনাকে অবশ্যই ওই নথির খামের উপর PACL সার্টিফিকেট নম্বর লিখতে হবে।
এই নথিগুলি প্রেরণ করা বাধ্যতামূলক: ১. PACL সার্টিফিকেটের কপি, ২. প্যান কার্ডের কপি এবং PACL-এর রসিদের জেরক্স (যদি থাকে), ৩. বাতিল চেকের কপি, ৪. ব্যাংকারের প্রমাণপত্র, ৫. পাসপোর্ট সাইজ ছবি।