গোটা রাজ্যে মাত্র একটিই স্টেশন! ভারতের এই জায়গায় এখনও ঠিক মতো পৌঁছতে পারেনি রেল

বাংলাহান্ট ডেস্ক: এশিয়ার বৃহত্তম রেল নেটওয়ার্ক হল ভারতীয় রেলের (Indian Railways)। ভারতের অধিকাংশকেই জুড়ে দিয়েছে ভারতীয় রেল। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সস্তায় পৌঁছনোর জন্য ট্রেনের জুড়ি মেলা ভার। একেবারে প্রত্যন্ত গ্রামের সঙ্গে দেশের বড় শহরের যোগাযোগকে অনেক বেশি মজবুত ও সহজলভ্য করে তুলেছে ভারতীয় রেল। কিন্তু আপনি কি জানেন? ভারতের একটি রাজ্য রয়েছে যেখানে রয়েছে মাত্র একটি রেল স্টেশন! জেনে নিন কোথায় রয়েছে সেটি।

দেশের প্রায় প্রতিটি রাজ্যেই আজ রয়েছে রেল পরিষেবা। যেখানে এখনও পরিষেবা নেই সেখানেও রেলপথ পোঁছে দেওয়ার কাজ শুরু করেছে ভারতীয় রেল। কিন্তু আমাদের দেশের একটি রাজ্য রয়েছে যেখানে মাত্র একটিই রেল স্টেশন রয়েছে। সেই রাজ্যে প্রায় ১১ লক্ষ মানুষের বসবাস। সেই ১১ লক্ষ মানুষের জন্য মাত্র একটিই রেল স্টেশন উপলব্ধ রয়েছে।

indian railways bairabi mizoram

এই জায়গাটি হল উত্তর-পূর্বের রাজ্য মিজোরাম (Mizoram)। এখানে মাত্র একটিই রেল স্টেশন রয়েছে। সেটির নাম বৈরাবি। এই স্টেশনে শুধু যাত্রীবাহী ট্রেনই নয়, অনেক পণ্যবাহী ট্রেনও চলে। এটিই সে রাজ্যের একমাত্র রেল স্টেশন। এর বাইরে সেখানে আর কোনও রেল স্টেশনই নেই। ১১ লক্ষ জনসংখ্যার একটি রাজ্যের জন্য মাত্র একটি রেল স্টেশন হওয়ায় সেখানকার মানুষকে যাতায়াতের অন্যান্য বিকল্প খুঁজে নিতে হয়। 

এই স্টেশনে মোট তিনটি প্ল্যাটফর্ম রয়েছে। শুধু তাই নয়, বৈরাবি স্টেশনে চারটি রেল ট্র্যাকও রয়েছে। এই স্টেশনটি এক সময় অনেকটাই ছোট ছিল। ২০১৬ সালে এটি পুনর্নির্মাণ করা হয়। তবে মিজোরামে রেলপথে আরও সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে রেলের। এর জন্য ২০২১-২২ অর্থবর্ষে বৈরাবি-সাইরাং রেলপথের জন্য ১০০০ কোটি টাকা বরাদ্দ করে কেন্দ্র। 

উল্লেখ্য, বৈরাবি-সাইরাং রেল প্রকল্পটি ২০০৮-০৯ অর্থবর্ষেই অনুমোদন পেয়েছিল। এই রেলপথে মোট ৫১.৩৮ কিলোমিটার ট্র্যাক পাতা হবে। এই প্রকল্পের আনুমানিক খরচ প্রায় ৫ হাজার ৫২১ কোটি টাকা। প্রকল্পটি তৈরিতে ২০২০-২১ অর্থবর্ষ অবধি ৩ হাজার ৭৬৩ কোটি টাকা খরচ হয়ে গিয়েছিল। তারপর ২০২১-২২ অর্থবর্ষে আরও ১০০০ কোটি টাকা বরাদ্দ করে কেন্দ্র। 


Subhraroop

সম্পর্কিত খবর