বর্ষবরণে নিষেধাজ্ঞা! পাকিস্তানে জারি নতুন ফতোয়া

বাংলা হান্ট ডেস্ক: আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা! তারপরেই আমরা পুরোনো বছরকে বিদায় জানিয়ে পৌঁছে যাব নতুন বছরে (New Year)। ইতিমধ্যেই নতুন বছর অর্থাৎ ২০২৪-কে স্বাগত জানাতে শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। পাশাপাশি, নতুন বছরের আনন্দে মেতে ওঠার জন্যও প্রতীক্ষা করছে বিশ্বের দেশগুলি। তবে এরই মাঝে একটি বড় খবর সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারতের পড়শি দেশ পাকিস্তানে (Pakistan) ২০২৪-কে স্বাগত জানাতে জনগণ উদযাপন করতে পারবে না।

মূলত, ওই দেশে সরকার নিউ ইয়ার সেলিব্রেশন নিষিদ্ধ করেছে। এই প্রসঙ্গে পাকিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার গত বৃহস্পতিবার গাজার জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করতে গিয়ে দেশে নববর্ষ উদযাপন নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন। জাতির উদ্দেশ্যে দেওয়া সংক্ষিপ্ত ভাষণে তিনি দেশবাসীকে প্যালেস্তাইনের অধিবাসীদের সঙ্গে সংহতি প্রদর্শনের আহ্বান জানান।

This is why Pakistan will not celebrate the New Year

কাকার বলেন, “প্যালেস্তাইনের অধিবাসীদের গুরুতর উদ্বেগজনক পরিস্থিতির কথা মাথায় রেখে এবং আমাদের সেই ভাইবোনদের সঙ্গে সংহতি প্রদর্শনের জন্য সরকার নববর্ষ উদযাপনের জন্য সব ধরণের অনুষ্ঠানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে।”

আরও পড়ুন: এই বয়স পর্যন্ত বাচ্চাদের লাগবেনা ট্রেনের টিকিট! সফর করার আগে এখনই জেনে নিন রেলের নিয়ম

“ইজরায়েলি সেনাবাহিনী অন্যায়ের সীমা অতিক্রম করেছে”: পাশাপাশি, কাকার আরও জানিয়েছেন যে, গত ৭ অক্টোবর থেকে ইজরায়েলি বোমাবর্ষণ শুরু হওয়ার পর থেকে, ইজরায়েলি সেনাবাহিনী “সহিংসতা ও অবিচারের সমস্ত সীমা অতিক্রম করেছে এবং প্রায় ৯,০০০ শিশু সহ ২১,০০০-এরও বেশি প্যালেস্তাইনের বাসিন্দাদের হত্যা করেছে।” তিনি বলেন, “পুরো পাকিস্তান এবং মুসলিম জগৎ গাজায় এবং ওয়েস্ট ব্যাঙ্কে নিষ্পাপ শিশু এবং নিরস্ত্র বাসিন্দাদের গণহত্যার ঘটনায় গভীরভাবে দুঃখিত।”

আরও পড়ুন: দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে কড়া অ্যাকশন! বড় ঘোষণা কেন্দ্র সরকারের, হাসি ফুটবে জনতার

“প্যালেস্তাইনকে সহায়তা প্যাকেজ পাঠান”: কাকার জানান, পাকিস্তান প্যালেস্তাইনে দু’টি সহায়তা প্যাকেজ পাঠিয়েছে এবং তৃতীয় প্যাকেজ প্রস্তুত করা হচ্ছে। পাশাপাশি তিনি আরও বলেন যে, প্যালেস্তাইনকে সময়মতো সাহায্য প্রদান এবং গাজায় উপস্থিত আহতদের সরিয়ে নিতে পাকিস্তান জর্ডন ও মিশরের সঙ্গে আলোচনায় নিয়োজিত রয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর