বাংলা হান্ট ডেস্ক: প্রতিবেশী দেশ পাকিস্তানের (Pakistan) সাথে ভারতের সম্পর্ক ঠিক কিরকম তা আমরা সকলেই জানি। পাকিস্তান স্বাধীন হওয়ার পর থেকে ভারতের সাথে ওই দেশের সম্পর্ক কখনোই স্বাভাবিক হয়নি। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ভারত যখনই এই দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালিয়েছে তখনই পাকিস্তান এমন কোনও পদক্ষেপ গ্রহণ করেছে যা দু’জনের মধ্যে দূরত্ব আরও বাড়িয়ে দিয়েছে।
পাকিস্তানের (Pakistan) সাথে ভারতের বাণিজ্য:
এদিকে, ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর ভারত ও পাকিস্তানের (Pakistan) মধ্যে বাণিজ্য বন্ধ রয়েছে। কারণ ভারত পাকিস্তানের সাথে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করেছে। সেই সঙ্গে মোস্ট ফেভারড নেশনস (এমএফএন) তালিকা থেকেও বাদ দেওয়া হয়েছে পাকিস্তানকে। এই কারণে পাকিস্তান থেকে আমদানিকৃত পণ্যের ওপর আদায়কৃত শুল্ক বেড়েছে ২০০ শতাংশ।
তবে, দুই দেশের মধ্যে এখনও কিছু বাণিজ্যিক সম্পর্ক রয়ে গেছে। ২০২২ সালে, ভারত পাকিস্তানে (Pakistan) প্রচুর সাদা পণ্য পাঠিয়েছে। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করব।
আরও পড়ুন: যেখানেই যাচ্ছেন সেখানেই দুর্ভোগ! রোহিত শর্মা এন্ট্রি নিতেই ১১ বছর পর বড় ধাক্কা পেল তাঁর দল
ভারত থেকে চিনি আমদানি: অবজারভেটরি অফ ইকোনমিক কমপ্লেক্সিটি (ওইসি) oec.world-এর রিপোর্ট অনুযায়ী, ভারত ২০২২ সালে পাকিস্তানে বিপুল পরিমাণে চিনি পাঠিয়েছে। ওই ওয়েবসাইট অনুসারে, ভারত ২০২২ সালে পাকিস্তানে (Pakistan) ২১৯ মিলিয়ন ডলার (১৮,৯৪,৪৭,০৪,৫০০ টাকা) মূল্যের কাঁচা চিনি রফতানি করেছে। জানিয়ে রাখি যে, ভারতে চিনি ৪২ টাকায় বিক্রি হলেও পাকিস্তানে চিনির দাম অনেক।
আরও পড়ুন: বড় খবর! এবার ১০,০০০ অনুরাগীকে “বিরাট” উপহার দেবেন কোহলি, জোরকদমে চলছে প্রস্তুতি
পাকিস্তানের অনলাইন গ্রোসারি সাইট grocerapp.pk অনুযায়ী, পাকিস্তানে (Pakistan) ১ কেজি চিনির দাম বর্তমানে ১৫৫ টাকা। ভারতের কথা বললে, এখানে চিনির প্রারম্ভিক দাম প্রায় ৪২ টাকা। এমন পরিস্থিতিতে ভারতের তুলনায় পাকিস্তানে চিনির দাম ১১৩ টাকা বেশি।