আগে থেকে কিচ্ছু না জানিয়েই বড়সড় সিদ্ধান্ত Jio’র! এবার বিপাকে পড়বেন গ্রাহকরা

বাংলাহান্ট ডেস্ক : আপনি যদি জিও গ্রাহক হন তাহলে আপনার জন্য রয়েছে একটি দুঃসংবাদ। জিও অত্যন্ত গোপনীয়তার সাথে একটি জনপ্রিয় সস্তার রিচার্জ প্ল্যান বন্ধ করে দিল। কোম্পানির এই সিদ্ধান্তের ফলে সমস্যায় পড়তে চলেছেন বহু গ্রাহক। সূত্রের খবর, জিও (Jio) তাদের সব থেকে সস্তার দৈনিক ডেটা প্ল্যানের মধ্যে ১১৯ টাকার প্ল্যানটি বন্ধ করে দিয়েছে।

১১৯ টাকার রিচার্জে গ্রাহকরা প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা পেতেন। সাথে থাকত আনলিমিটেড কলিং ও প্রতিদিন ১০০ টি করে এসএমএস পাঠানোর সুবিধা। এই রিচার্জ প্ল্যানের বৈধতা ১৪ দিন ছিল। এই রিচার্জ প্ল্যান বন্ধ হয়ে যাওয়ার পর বর্তমানে জিও এর সব থেকে সস্তার রিচার্জ প্ল্যানের দাম দাঁড়াল ১৪৯ টাকা।

আরোও পড়ুন : খেল দেখাবে চিত্তরঞ্জন! তৈরী হবে আরোও সুরক্ষিত বন্দে ভারত, থাকবে নতুন ইঞ্জিনও

এই রিচার্জে গ্রাহকরা পেয়ে যান প্রতিদিন এক জিবি করে ডেটা। ১১৯ টাকার প্ল্যানের তুলনায় ১৪৯ টাকার প্ল্যানে দৈনিক ডেটা ব্যালেন্স কম পাওয়া যায়। তবে এই প্ল্যানটির বৈধতা থাকে কুড়ি দিন। এছাড়াও এই প্ল্যানে গ্রাহকরা পেয়ে যান প্রতিদিন ১০০ টি করে এসএমএস পাঠানোর সুবিধা ও আনলিমিটেড কলিং।

আরোও পড়ুন : ১ বা ২ দিন নয়, পুজোর আগের মাসে অর্ধেক দিনই খুলবে না ব্যাঙ্ক! বিপদে পড়ার আগে দেখুন তালিকা

১৪৯ টাকার রিচার্জে গ্রাহকরা আনলিমিটেড ৫জি ট্রায়াল ইউজ এর সুবিধা পাবেন না। সেক্ষেত্রে ৫জি পরিষেবা পাওয়ার জন্য অতিরিক্ত টপ আপ দিয়ে রিচার্জ করতে হবে গ্রাহকদের। অন্যদিকে, কিছু দিন আগে জিওর পক্ষ থেকে দুটি দীর্ঘমেয়াদি প্ল্যান লঞ্চ করা হয় যার সাথে netflix এর সাবস্ক্রিপশন দেওয়া হবে বলে জানানো হয়েছে।

reliance jio

১,০৯৯ টাকার রিচার্জে গ্রাহকরা ৮৪ দিনের বৈধতার সাথে পেয়ে যাবেন netflix এর সাবস্ক্রিপশন। সাথে থাকবে প্রতিদিন ২ জিবি করে ডেটা, আনলিমিটেড কলিং ও প্রতিদিন ১০০টি করে এসএমএস পাঠানোর সুবিধা। অপর একটি প্ল্যান যার বৈধতা ৮৪ দিন সেটির মূল্য ১,৪৯৯ টাকা।

ad

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর