অবিশ্বাস্য! এবার স্মার্টফোনের দামেই মিলবে এই দুর্দান্ত ল্যাপটপ, ফিচার্স জানলে চমকে উঠবেন

বাংলা হান্ট ডেস্ক: টেকপ্রেমীদের জন্য এবার মিলল বড়সড় সুখবর! ইতিমধ্যেই ভারতে (India) লঞ্চ হয়ে গিয়েছে একটি দুর্ধর্ষ ল্যাপটপ। যেটি আপনি কিনতে পারবেন স্মার্টফোনের (Smartphone) দামেই। পাশাপাশি, এটির আকর্ষণীয় সব ফিচার্স রীতিমতো অবাক করে দেবে সবাইকে। মূলত, আজ আমার আপনাদের কাছে Infinix InBook X2 Slim ল্যাপটপটির বিষয়ে জানাবো। সংস্থাটি জানিয়েছে যে এটির ওজন হল 1.24 কেজি। ল্যাপটপটি লাইটওয়েট অ্যালুমিনিয়াম অ্যালয় বেসড মেটাল বডি দিয়ে তৈরি হয়েছে।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এই ল্যাপটপটি Intel Core i3, Intel Core i5 এবং Intel Core i7 সহ মোট তিনটি প্রসেসর ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। পাশাপাশি, ক্রেতারা Infinix InBook X2 Slim ল্যাপটপটির মোট চারটি রঙের বিকল্প পাবেন। সেগুলি হল নীল, সবুজ, ধূসর এবং লাল।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, Infinix InBook X2 Slim ল্যাপটপটির Intel Core i3 প্রসেসরের 8GB+256GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 29,990 টাকা এবং 512GB ভেরিয়েন্টের দাম নির্ধারণ করা হয়েছে 31,990 টাকা। পাশাপাশি, গ্রাহকেরা 2,000 টাকা ডিসকাউন্টের পরে এগুলি যথাক্রমে 27,990 টাকা এবং 30,990 টাকায় কিনতে পারবেন।

অপরদিকে, Infinix InBook X2 Slim ল্যাপটপটির Intel Core i5 প্রসেসরের 16GB+512GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 38,990 টাকা এবং 16GB+1TB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 40,990 টাকা। এছাড়াও, Intel Core i7 প্রসেসরের 16GB+512GB ভেরিয়েন্টের দাম হল 48,990 টাকা এবং 16GB+1TB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 50,990 টাকা। এই সমস্ত ভেরিয়েন্ট আগামী ৯ জুন থেকে Flipkart থেকে উপলব্ধ হবে। উল্লেখ্য যে, বর্তমানে কোম্পানির তরফে i5 এবং i7 মডেলের ক্ষেত্রে ডিসকাউন্ট সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

রয়েছে দুর্দান্ত ফিচার্স: Infinix InBook X2 Slim-এর স্পেসিফিকেশন সম্পর্কে বলতে গেলে জানাতে হয় এই ল্যাপটপে রয়েছে 14-ইঞ্চির ফুল এইচডি (1920 x 1080 পিক্সেল) ডিসপ্লে। পাশাপাশি, ল্যাপটপটিতে 11th Gen Intel প্রসেসর দেওয়া হয়েছে। Intel Core i3 (1115G4) প্রসেসরটি Intel UHD গ্রাফিক্সের সাথে এবং Intel Core i5 (1155G7) এবং Intel Core i7 (1195G7) প্রসেসরটি Iris Xe গ্রাফিক্সের সাথে যুক্ত রয়েছে।

পাশাপাশি জানিয়ে রাখি যে Infinix InBook X2 Slim-এ Windows 11 OS প্রি-ইনস্টল করা থাকবে। এই ল্যাপটপে ডুয়েল-স্টার LED ফিল লাইট সহ একটি 720p HD- র ওয়েবক্যাম রয়েছে। এছাড়াও, ল্যাপটপটিতে 5W PD 3.0 USB Type-C ফাস্ট চার্জিং সহ একটি 50 Wh-এর লিথিয়াম পলিমার ব্যাটারি রয়েছে। কানেক্টিভিটির জন্য এতে উপলব্ধ রয়েছে Wi-Fi 6 এবং Bluetooth v5.1।

Infinix INBOOK X2 8GB 001

এছাড়াও, Infinix InBook X2 Slim-এ থাকছে দু’টি USB Type-C পোর্ট, দু’টি USB 3.0 পোর্ট, একটি HDMI পোর্ট, 3.5mm অডিও জ্যাক এবং একটি SD কার্ড স্লট। এগুলি ছাড়াও, এতে ইনবিল্ট ডিজিটাল মাইক্রোফোন সহ DTS-সাপোর্টেড স্টিরিও স্পিকার রয়েছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর