অবশেষে চাপে পড়ে পদ ছাড়তে চলেছেন তৃণমূলের এই হেভিওয়েট নেতা

বাংলা হান্ট ডেস্ক : পঞ্চায়েত থেকে পুরসভা বিজেপি বনাম তৃণমূলের দখল লড়াইকে কেন্দ্র করে উত্তপ্ত হচ্ছে রাজ্যের বিভিন্ন জেলাগুলি৷ ক্ষমতা প্রদর্শনের এই লড়াইয়ের কোপে পড়ে অনেক সময় প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ৷ তৃণমূল বনাম বিজেপি র সংঘর্ষ নতুন কিছু নয়৷ তাই তো কখনও চেয়ারম্যানের বিরুদ্ধে কখনও মেয়রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উঠেছে তাই এ বার অনাস্থা প্রস্তাব আসায় চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করলেন পুরুলিয়ার রঘুনাথপুর পুরসভার তৃণমূল চেয়ারম্যান ভবেশ চট্টোপাধ্যায়৷tmc 1 1

সাত কাউন্সিলরের তাঁর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের জেরে কার্যত চাপে পড়েছেন আর তাই চাপ সহ্য না করতে পেরে অবশেষে পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন তিনি আর যা নিয়ে ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়েছে পুরুলিয়া জেলা রাজনীতিতে৷ যদিও জেলা এবং রাজ্য তৃণমূলের নেতৃত্বদের তরফে ভবেশ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সমস্যা মেটাতে তত্পর হয়েছে কিন্তু চাপ নিতে পারছেন না ভবেশ চট্টোপাধ্যায় এমনটাই শোনা যাচ্ছে৷

শোনা গিয়েছে ইতিমধ্যেই জেলার পর্যবেক্ষক তথা মন্ত্রী মলয় ঘটক এবং জেলা তৃণমূল সভাপতি তথা মন্ত্রী শান্তিরাম মাহাতো চেয়ারম্যান ও কাউন্সিলরদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছেন, যদিও ওই সাত কাউন্সিলর চেয়ারম্যানের পদ থেকে ভবেশ চট্টোপাধ্যায় সরে গেলে অনাস্থা প্রস্তাব তুলে নেবে বলে জানিয়েছে৷ এমনকি কলকাতায় রাজ্য নেতৃত্বদের নিয়ে একটি বৈঠকেও ওই সাত কাউন্সিলর চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগে সরব হয়েছেন৷

আর এই প্রসঙ্গে বলতে গিয়ে চেয়ারম্যান ভবেশ চট্টোপাধ্যায় বলেছেন আমি আগেও বলেছি এখনও বলছি দল যা সিদ্ধান্ত নেবে মাথা পেতে নেব৷ পাশাপাশি তিনি আরও জানিয়েছেন চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি চেয়ে দলকে লিখিত দিয়েছেন, তাই আগামী বুধবার মহকুমার শাসকের কাছে পদত্যাগপত্র জমা দেবেন তার পর দল যা সিদ্ধান্ত নেওয়ার সেটাই নেবে৷

সম্পর্কিত খবর