Maruti Suzuki-র এই গাড়িতে বৃদ্ধি পেল “সেফটি”, প্রত্যেক আসনে বসা যাত্রীরা নিশ্চিন্তে করবেন সফর

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্ক: ভারতের বৃহত্তম গাড়ি বিক্রেতা সংস্থা Maruti Suzuki তার সাশ্রয়ী মূল্যের প্রিমিয়াম এবং লাক্সারি গাড়িগুলিকে আরও নিরাপদ করে তুলেছে। ইতিমধ্যেই Maruti তার Nexa-র অন্তর্ভুক্ত গাড়ি XL6-কে আপডেট করেছে। এখন এই গাড়ির প্রতিটি মডেলে ৬ টি এয়ারব্যাগ মিলবে। এর ফলে এই ৬ আসনের গাড়িটি আগের তুলনায় আরও নিরাপদ হবে। শুধু তাই নয়, এবার ওই গাড়ির প্রতিটি আসনে বসা যাত্রীদের নিরাপত্তাও বৃদ্ধি পাবে।

Maruti Suzuki-র এই গাড়িতে বৃদ্ধি পেল “সেফটি”:

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বর্তমানে, Maruti Suzuki XL6-এর এক্স-শোরুম মূল্য ১১.৮৪ লক্ষ টাকা থেকে শুরু হয়ে ১৪.৯৯ লক্ষ টাকা পর্যন্ত। তবে ৬ টি এয়ারব্যাগ স্ট্যান্ডার্ড করার পর, দাম কিছুটা বাড়বে বলে অনুমান করা হচ্ছে। ৬ টি এয়ারব্যাগ ছাড়াও, XL6-এ অন্যান্য সেফটি ফিচার্সও রয়েছে। এক গাড়িতে ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, সিট বেল্ট রিমাইন্ডার এবং ব্রেক অ্যাসিস্ট রয়েছে। XL6-এর টপ ভেরিয়েন্টে, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম এবং ৩৬০ ডিগ্রি ক্যামেরার মতো ফিচার্সও উপলব্ধ রয়েছে।

This Maruti Suzuki car has increased

তবে, এয়ারব্যাগ ছাড়া, Maruti Suzuki এই গাড়ির স্পেসিফিকেশনে অন্য কোনও পরিবর্তন করেনি। অর্থাৎ, XL6-এ আগের মতোই ১.৫ লিটার ফোর সিলিন্ডার ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিনটি ১০৩ এইচপি শক্তি এবং ১৩৭ এনএম টর্ক উৎপন্ন করে। এছাড়াও, গাড়িটি ম্যানুয়াল এবং অটোমেটিক উভয় গিয়ারবক্সের সঙ্গে উপলব্ধ হয়।

আরও পড়ুন: RCB-র বাড়ল চিন্তা! চিন্নাস্বামীতে আর হবে না IPL-এর ম্যাচ? মিলল আপডেট

মাইলেজ: উল্লেখ্যযোগ্য বিষয় হল, Maruti Suzuki এই প্রিমিয়াম গাড়িটি CNG অপশনের সঙ্গেও বিক্রি করে। যদিও ওই মডেলটি শুধুমাত্র ম্যানুয়াল গিয়ারবক্সের সঙ্গে উপলব্ধ হয়। CNG ব্যবহার করলে ইঞ্জিনের শক্তি ৮৮ বিএইচপি এবং টর্ক ১২১ এনএম পর্যন্ত হয়। পেট্রোল ম্যানুয়াল ভেরিয়েন্টের মাইলেজ ২০.৯৭ কিমি/লিটার, যেখানে পেট্রোল অটোমেটিক (৬AT) ভেরিয়েন্টের মাইলেজ ২০.২৭ কিমি/লিটার। এদিকে, CNG ম্যানুয়াল ভেরিয়েন্টের মাইলেজ ২৬.৩২ কিমি/কিলোগ্রাম।

আরও পড়ুন: ৮৪ দিনের ভ্যালিডিটি! প্রতিদিন মিলবে ৩ GB ডেটা, Jio-Airtel-এর ঘুম উড়িয়ে দুর্ধর্ষ প্ল্যান লঞ্চ করল BSNL

Maruti-র অন্যান্য ৬ টি এয়ারব্যাগযুক্ত গাড়ি: জানিয়ে রাখি যে, Maruti Suzuki-র শুধুমাত্র Fronx, S-Presso এবং Ignis এই ৩ টি মডেলেই ৬ টি এয়ারব্যাগ পাওয়া যায় না। তবে, Maruti Suzuki ইতিমধ্যেই জানিয়েছে যে ২০২৫ সালের শেষ নাগাদ, সমস্ত গাড়িতে ৬ টি এয়ারব্যাগ স্থাপন করা হবে। এর আগে, মারুতি সুজুকি ৬ টি এয়ারব্যাগের মাধ্যমে Alto K10, Celerio, Eeco এবং WagonR আপডেট করেছে। পাশাপাশি, সংস্থার প্রিমিয়াম রেঞ্জ যেমন Swift, Dzire, Brezza, Grand Vitara, Jimny এবং Invicto-তেও এই সেফটি ফিচার্স রয়েছে।