বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় টেলিভিশনের অতি জনপ্রিয় শো ‘বিগ বস’ (Bigg Boss)। শুধুমাত্র সলমন খানের সঞ্চালনার জন্য নয়, প্রতিযোগীদের দৌলতেও চর্চার কেন্দ্রে থাকে এই শো। বিগ বসের জেরে অনেকেরই ভাগ্য বদলে গিয়েছে। মূলত বিতর্কের জন্যই পরিচিত এই শো। তাই বিতর্কিত প্রতিযোগীরাও যে আসবেন তা আর নতুন করে বলার দরকার পড়ে না। তবে ২০১০ সালে বিগ বস (Bigg Boss) এমন একজনকে নিয়ে এসেছিল যা রাতারাতি শোরগোল ফেলে দিয়েছিল সর্বত্র।
বিগ বসের (Bigg Boss) অতিথি হয়ে এসেছিলেন ইনি
২০১০ সালেই প্রথম বার বিগ বসের (Bigg Boss) সঞ্চালনার দায়িত্ব পেয়েছিলেন সলমন। আর ওই বছরই শোতে অতিথি হয়ে এসেছিলেন হলিউড অভিনেত্রী পামেলা অ্যান্ডারসন। তিন দিন মাত্র বিগ বসের ঘরে ছিলেন তিনি। মাত্র এই কদিনের জন্য নাকি আড়াই কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন পামেলা। ভারতীয় দর্শকদের কাছে এ নিঃসন্দেহে ছিল এক বড় চমক। অন্তত পামেলার জীবন কাহিনির দিকে তাকালে তো তেমনই বলতে হয়।
কাজ করেছেন হলিউডের একাধিক প্রোজেক্টে: হলিউডের বেশ খ্যাতনামা মুখ পামেলা অ্যান্ডারসন। বেশ কিছু ছবি এবং টেলিভিশন সিরিজে (Bigg Boss) অভিনয় করলেও তাঁর আরো একটি পরিচয় রয়েছে। এক অত্যন্ত নামী ‘বড়দের পত্রিকা’র কভার গার্ল হিসেবে জনপ্রিয় ছিলেন তিনি। দীর্ঘ ২২ বছর ধরে ওই ‘দুষ্টু’ পত্রিকার মডেল হিসেবে কাজ করেছিলেন পামেলা। পাশাপাশি ১৯৯২ থেকে ১৯৯৭ পর্যন্ত জনপ্রিয় ‘বেওয়াচ’ সিরিজেও নজর কেড়েছিলেন তিনি। এছাড়াও ব্লন্ড অ্যান্ড ব্লন্ডার, বার্ব ওয়্যার এর মতো ছবিতেও কাজ করেছেন পামেলা।
আরো পড়ুন : মানুষ ভুলতে পারেনি সৌরভকে, রুক্মিণীর ‘বিনোদিনী’তে কে হচ্ছেন শ্রীরামকৃষ্ণদেব? নেটিজেনরা বললেন…
বিয়ে করেছেন ৫ বার: শুধু কেরিয়ার নয়, ব্যক্তিগত জীবনও কম ‘ফিল্মি’ নয় পামেলার। কম বয়সে একাধিক বার শারীরিক হেনস্থা, ধর্ষণের মতো অভিজ্ঞতার শিকার হয়েছিলেন বলে দাবি করেছিলেন তিনি। মোট পাঁচ বার বিয়েও করেছেন পামেলা। প্রথম বার ১৯৯৫ সালে বিয়ে করেন অভিনেত্রী। বিচ্ছেদ হয় তিন বছর পর। শেষ বার ২০২০ সালে নিজের দেহরক্ষী ড্যান হেহার্স্টকে বিয়ে করেন তিনি। কিন্তু ২০২২ সালে বিচ্ছেদও হয়ে যায় তাঁদের।
আরো পড়ুন : দেশের এই ৪ রাজ্যে ঘটেছে সবথেকে বেশি সড়ক দুর্ঘটনা! রিপোর্ট পেশ করলেন ক্ষুব্ধ গড়করি
বিগ বসে (Bigg Boss) পামেলার উপস্থিতি ঝড় তুলেছিল টেলিভিশনে। প্রতিযোগী নয়, অতিথি হিসেবে এসেছিলেন তিনি। তার জন্যই সে সময় আড়াই কোটি টাকা নিয়েছিলেন পামেলা। এখনো পর্যন্ত তিনিই বিগ বসের সবথেকে দামী প্রতিযোগী।