এক চার্জে চলবে ৫৫ কিমি! আকর্ষণীয় দামে বাজারে নতুন Electric Cycle লঞ্চ করল Hero,

বাংলা হান্ট ডেস্ক: ক্রমশ বাড়তে থাকা পেট্রোল ও ডিজেলের দামের ফলে নাজেহাল মানুষ। সব থেকে বেশি সমস্যায় পড়ছেন মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষ। সমাধান হিসেবে সবাই ধীরে ধীরে ঝুঁকছে বৈদ্যুতিক যানবাহনের দিকে। শুধু জ্বালানির দামই নয়, দূষণ নিয়ন্ত্রণ করাও ইলেকট্রিক গাড়ি বা বাইকের দিকে ঝোঁকার একটা বড় কারণ। তবে ইলেকট্রিক গাড়ি এবং বাইকের এখনও আকাশছোঁয়া দাম। যা কিনা অনেক মধ্যবিত্তেরই নাগালের বাইরে। ফলে তাঁদের বিকল্প হিসেবে রয়েছে ইলেকট্রিক সাইকেল (Hero Electric Cycle)।

বাজারে অনেক সংস্থাই তাদের ইলেকট্রিক সাইকেল এনেছে। বলাই বাহুল্য, সাধ্যের মধ্যে দাম থাকায় বাজারে বেশ ভালোই জায়গা করে নিয়েছে এগুলি। ইলেকট্রিক সাইকেলের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড হল হিরো। এই কোম্পানির সাধারণ সাইকেলও বেশ জনপ্রিয়। সেই জন্য বহু বছরের পুরোনো এই কোম্পানি যখন ইলেকট্রিক সাইকেল বাজারে আনে, মানুষের গ্যারাজে জায়গা করে নিতে খুব একটা বেগ পেতে হয়নি। 

এই প্রতিবেদনে আপনাকে হিরো কোম্পানির এমন চারটি ইলেকট্রিক সাইকেলের ব্যাপারে বলব, যার পর আপনিও এই সাইকেল নিতে বাধ্য হবেন। তাই আপনি যদি আপনার বাড়িতে বৈদ্যুতিক সাইকেল নেওয়ার পরিকল্পনা করে থাকেন, অবশ্যই পড়তে থাকুন এই প্রতিবেদন। এই অত্যাধুনিক সাইকেলটি এক চার্জে চলতে পারবে প্রায় ৫৫ কিলোমিটার! সর্বোচ্চ গতিবেগ ২৫ কিলোমিটার। চলুন দেখে নেওয়া যাক মডেলগুলির ব্যাপারে।

Hero Lectro C1: এই সাইকেলটি হিরো-র কমিউটার রেঞ্জের অংশ। আরামদায়ক এবং নিরাপদভাবে সফর করতে চাইলে এই সাইলেকটি অবশ্যই নিতে পারেন। এটি একটি 250W BLDC মোটর দ্বারা চালিত, যা এর পিছনের চাকায় মাউন্ট করা হয়েছে। এই ই-সাইকেলটি দু’টি রঙের বিকল্পে পাওয়া যায়। এটির ব্যাটারি সম্পূর্ণভাবে চার্জ দিলে এক চার্জে এটি চলতে পারবে ৩০ কিলোমিটার। এর দাম ৩২,৯৯৯ টাকা।

Hero Lectro C5x: এই অত্যাধুনিক ই-সাইকেলটিও বেশ জনপ্রিয়। এটি কেবল মজবুতই নয়, এতে রয়েছে একটি লিথিয়াম-আয়ন ব্যাটারি। এই ব্যাটারি বিচ্ছিন্ন করা যায়। এটি শুধুমাত্র চার্জই দিতে পারবেন না, বরং শেষ হয়ে গেলে পাল্টেও ফেলতে পারবেন। এমনকি খুলেও রাখতে পারবেন। পুরোপুরি চার্জ হতে ৩ থেকে ৪ ঘণ্টা নেয় এটি। এই ব্যাটারির সব থেকে ভালো দিক হল, এটি জল এবং ধুলোর দ্বারা কোনওভাবেই প্রভাবিত হয় না। এই সাইকেলের দাম ৩৮,৯৯৯ টাকা।

Hero Lectro F1: হিরো লেক্ট্রো সাইকেলের MTB রেঞ্জের সবচেয়ে নতুন সংযোজন হল এই সাইকেলটি। এটি F সিরিজের অন্তর্গত। সব রকম রাস্তাতেই এই ই-সাইকেলটি চালানো যাবে। এটি সর্বোচ্চ ২৫ কিলোমিটার গতিবেগে চলতে সক্ষম। এতে ডিস্ক ব্রেক রয়েছে। এছাড়াও এতে রয়েছে অ্যান্টি-স্কিড অ্যালয় পেডেল। এই ই-সাইকেলের দাম ৩৮,৯৯৯ টাকা।

Hero cycles

Hero Lectro F6i: চারটি মডেলের মধ্যে সবচেয়ে দামি মডেল হল Hero Lectro F6i। এতে রয়েছে একটি 11.6 Ah ব্যাটারি। এর ফলে এক চার্জে এটি প্রায় ৫৫ কিলোমিটার চলতে পারবে। এছাড়াও এতে রয়েছে একটি LED ডিসপ্লে এবং RFID-র চাবি আটকানোর ফিচার। এই সাইকেলের দাম ৫৪,৯৯৯ টাকা।  

Avatar
Subhraroop

সম্পর্কিত খবর