বাংলাহান্ট ডেস্ক : যেকোনো সিরিয়ালের (Serial) কাছেই দর্শকদের দাবি থাকে ভালো জমাটি গল্পের। আর তা পেলেই লাফ দিয়ে বাড়ে টিআরপি। কিছু কিছু সিরিয়াল শুরু হতে না হতেই সঠিক গতি ধরে ফেলে। খুব কম সময়েই দর্শকদের প্রিয় হয়ে ওঠে সিরিয়াল (Serial) গুলি। টিআরপির দিক থেকেও তাই এগিয়ে থাকে ধারাবাহিকগুলি। ।
সিরিয়ালের (Serial) মধ্যে প্রতিযোগিতা বেড়েই চলেছে
ছোটপর্দায় প্রতিযোগিতা উত্তরোত্তর বেড়ে চলেছে। বিভিন্ন চ্যানেলে কড়া টক্কর দিচ্ছে একগুচ্ছ সিরিয়াল (Serial)। টিআরপির লড়াইয়ে যে দর্শকদের মন জিততে পারবে সেই শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে। আর তাই সব সিরিয়ালের (Serial) নির্মাতারাই নতুন নতুন চমক এনে গল্প আকর্ষণীয় করে তোলার চেষ্টা করছেন।
ভালো টিআরপি তুলছে নতুন মেগা: শুধু যে তথাকথিত প্রথম সারির দুই চ্যানেলের মধ্যে টক্কর চলছে, এমনটা কিন্তু নয়। একাধিক চ্যানেলের একগুচ্ছ ধারাবাহিক (Serial) রয়েছে, যেগুলি অন্য ধরণের গল্প এনে দর্শকদের মন জেতার চেষ্টা করে চলেছে। টিআরপিতেও বেশ কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে এই মেগা গুলি। আর এই তালিকাতেই রয়েছে সান বাংলা চ্যানেলের নতুন সিরিয়াল (Serial) ‘শোলক সারি’।
আরো পড়ুন : প্রথম তিনে হল না জায়গা, উঠেছে “অবিচার”এর অভিযোগ, আরাত্রিকা বললেন, “একটাই দুঃখ…”
কী চলছে সিরিয়ালে: সবেমাত্র শুরু হয়েছে এই সিরিয়ালটি (Serial)। বেশ ভিন্ন ধরণের গল্প নিয়ে এসেছে এই ধারাবাহিক। উপরন্তু শুরু থেকেই গল্পের বাঁধন শক্ত থাকায় দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছে সিরিয়ালটি (Serial)। বর্তমানে দেখা যাচ্ছে, হবু শ্বশুরবাড়ির ষড়যন্ত্রে সারি লগ্নভ্রষ্টা হয়েছে। শোলকের সঙ্গে ঝামেলায় জড়িয়েছে পি থ্রি।
আরো পড়ুন : পর্দায় স্বামী-সংসার নিয়ে পাকা “গিন্নি”, বাস্তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন জি বাংলার নায়িকা!
ওদিকে প্রিয়দর্শিনী চাইছে সার্থকের সঙ্গে রানির বিয়ে দিতে। কিন্তু সার্থকের পছন্দ শোলককে। কিন্তু তার মা আর দিদির মোটেই পছন্দ নয় তাকে। তাই দিদি আঁচল চায় শোলকের সর্বনাশ করতে। শোলকের শাড়ির গুদামঘর পুড়িয়ে দিতে যায় সে। কিন্তু তা জেনে যায় সার্থক। শুরু থেকেই ভালো টিআরপি (Serial) তুলছে শোলক সারি। দুই বোনের স্বপ্নপূরণের গল্প বেশ নজর কাড়ছে দর্শকদের। অন্যান্য চ্যানেলের জনপ্রিয় সিরিয়ালগুলিকেও কড়া টক্কর দিচ্ছে সান বাংলার এই টিআরপি টপার মেগা।