আয়ের বেশির ভাগই দান করেছিলেন রাম মন্দিরে, এবার অযোধ্যায় আমন্ত্রণ পেলেন কাগজকুড়োনি বিহুলা

বাংলা হান্ট ডেস্ক: রাম মন্দিরের (Ayodhya Ram Mandir) উদ্বোধন হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। যার ফলে জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ওইদিন উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশজুড়ে বহু মানুষ। পাশাপাশি, ছত্তিশগড়ের (Chattishgarh) রাজিমের আবর্জনা সংগ্রহকারী বৃদ্ধা বিহুলা বাইও রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে আমন্ত্রণ পেয়েছেন।

এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, বিহুলা বাইকে আগামী ২২ জানুয়ারী শ্রী রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য হিন্দু সংগঠনের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। উল্লেখ্য যে, বিহুলা বাই আবর্জনা সংগ্রহ করে প্রতিদিন ৪০ থেকে ৫০ টাকা উপার্জন করেন। এমতাবস্থায়, এক বছর আগে, যখন শ্রী রাম মন্দির নির্মাণের জন্য তহবিল সংগ্রহের কাজ চলছিল তখন বিহুলা বাই রাম মন্দির নির্মাণের জন্য ২০ টাকা দান করেছিলেন। তাই, ভগবান রামের প্রতি ওই বৃদ্ধার এহেন শ্রদ্ধাকে সম্মান জানিয়ে হিন্দু সংগঠন তাঁকে রামলালার দর্শনের জন্য আমন্ত্রণ জানিয়েছে।

This old woman was invited to Ram temple in Ayodhya

এছাড়াও, জানা গিয়েছে যে, শ্রী রামজির অক্ষত কলস যখন রাজিমে পৌঁছেছিল, তখন হিন্দু সংগঠনগুলি রাম মন্দিরের জন্য বিহুলা বাইয়ের এহেন উৎসর্গের কারণে সেই কলস বিহুলার কুঁড়েঘরে নিয়ে যায় এবং শ্রী রামজির দর্শনের জন্য তাঁকে আমন্ত্রণ জানানো হয়। এদিকে, স্বাভাবিকভাবেই হিন্দু সংগঠনগুলি থেকে এই আমন্ত্রণ পেয়ে দারুণ খুশি বিহুলা। এছাড়াও, তাঁর পুরো পরিবার বিহুলার ভগবান রামের দর্শনের প্রসঙ্গে অত্যন্ত খুশি। এই প্রসঙ্গে হিন্দু সংগঠনের সঙ্গে যুক্ত এক কর্মী জানিয়েছেন, অক্ষত কলসের সঙ্গে ভিএইচপি-র রাজ্য আধিকারিকরাও বিহুলার বাড়িতে পৌঁছন এবং তাঁকে অযোধ্যায় শ্রী রামজিকে দর্শন করার আমন্ত্রণ জানিয়েছেন।

আরও পড়ুন: রাম মন্দিরের জন্য গভীর অপেক্ষায় পাকিস্তানের এই ক্রিকেটার! দিলেন “জয় শ্রী রাম” স্লোগান

খুশি বিহুলার পরিবার: এই প্রসঙ্গে বিহুলা জানান, তিনি অযোধ্যায় নির্মিত হওয়া রাম মন্দিরের জন্য ২০ টাকা দান করেছিলেন। এখন তিনি অযোধ্যা থেকে আমন্ত্রণ পেয়েছেন এবং তিনি ভগবান রামের দর্শনে যাবেন। বিহুলা দেবী বলেন, “এই বয়সে অযোধ্যায় যেতে পেরে আমি খুবই খুশি।” পাশাপাশি, বিহুলার মেয়ে সাতবট্টি জানান, “অযোধ্যা থেকে আমন্ত্রণ পেয়ে আমাদের পুরো পরিবার খুবই খুশি। আমরা কখনোই ভাবিনি যে আমাদের জন্য আমন্ত্রণ আসবে এবং মা অযোধ্যায় যাবেন।”

আরও পড়ুন: অবাক কাণ্ড! মহিলার ছদ্মবেশে দিতে গিয়েছিলেন পরীক্ষা, হল থেকে পাকড়াও হলেন যুবক, তারপরে যা ঘটল

আবর্জনা বিক্রি করে দান করে দেন অর্ধেক আয়: এই প্রসঙ্গে বজরং দলের তরফে তুষার কদম জানিয়েছেন যে, “সমর্পণ অভিযানের সময়ে আমরা যখন এই বৃদ্ধার কাছে পৌঁছলাম, তখন তিনি বিকেলে আবর্জনা বিক্রি করে আসছিলেন। তিনি বলেন, আজকে একদিনে ৪০ টাকার আবর্জনা বিক্রি হয়েছে। তারপর তিনি তাঁর অর্ধেক উপার্জন দিয়ে দেন এবং ২০ টাকার রসিদ তাঁকে দেওয়া হয়। এটি অত্যন্ত আবেগপ্রবণ উৎসর্গ ছিল। এমতাবস্থায়, তাঁকে রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন অযোধ্যায় আমন্ত্রণ জানানো হয়েছে।”


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর