সুখবর! বিপুল কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করল এই কেন্দ্রীয় সংস্থা, এভাবে করুন আবেদন

বাংলা হান্ট ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য এবার একটি বড় সুযোগ সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডের (Steel Authority Of India Limited) তরফে প্রকাশ করা হয়েছে কর্মী নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি। ওই বিজ্ঞপ্তিতে মোট শূন্যপদের সংখ্যা সহ আবেদন পদ্ধতি এবং নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হয়েছে। বর্তমান প্রতিবেদনে তা তুলে ধরা হল।

মোট শূন্যপদের সংখ্যা: জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে যে, আপাতত মোট ১১০ টি শুন্যপদে সংস্থার তরফে নিয়োগ করা হবে।

কোন কোন পদে করা হবে নিয়োগ: মূলত অ্যাটেনডেন্ট কাম টেকনিশিয়ানের (ট্রেইনি) ৮০ টি পদে, অপারেটর কাম টেকনিশিয়ানের (ইলেকট্রিকাল সুপারভাইজার) ১০ টি পদে ও অপারেটর কাম টেকনিশিয়ানের (বয়লার অপারেটর) ২০ টি পদে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।

আরও পড়ুন: কেউ নিচ্ছে না ছোট ১ টাকার কয়েন? এখনই সতর্ক না হলে পড়বেন বিপদে, বড় আপডেট RBI-এর

আবেদন পদ্ধতি: এক্ষেত্রে আবেদনে ইচ্ছুক প্রার্থীদের প্রথমে SAIL-এর অফিসিয়াল ওয়েবসাইট www.sail.co.in-এ ক্লিক করে কেরিয়ার অপশনটি বেছে নিতে হবে এবং নিজের নাম রেজিস্টার করতে হবে। পাশাপাশি, আবেদন পত্রটি পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করার পর নির্ধারিত আবেদন ফি জমা দিয়ে সাবমিট অপশনে ক্লিক করলেই আবেদনপত্র জমা পড়ে যাবে।

আরও পড়ুন: বন্দে ভারতের মেট্রো যোগ! এই সংস্থা তৈরি করছে স্লিপার রেক, কবে থেকে শুরু পরিষেবা?

আবেদন ফি-র পরিমাণ: এই শূন্যপদে আবেদন পাঠানোর ক্ষেত্রে আবেদনকারীদের ৫০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। যদিও, সংরক্ষিত প্রার্থী এবং বিশেষভাবে সক্ষম আবেদনকারীদের জন্য ৩০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। এদিকে, ট্রেইনি পদের ক্ষেত্রে আবেদন ফি ধার্য করা হয়েছে ৩০০ টাকা। পাশাপাশি সংরক্ষিত প্রার্থী ও বিশেষভাবে সক্ষম আবেদনকারীদের জন্য এই ফি হল ১০০ টাকা।

This organization has issued a notification for the recruitment

গুরুত্বপূর্ণ তারিখ: এক্ষেত্রে আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, আগামী ২০ নভেম্বর থেকে। যেটি চলবে আগামী ১৬ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর