বাংলাদেশ সিরিজে পাননি খেলার সুযোগ! এবার দুর্ধর্ষ ডাবল সেঞ্চুরি করে সবাইকে চমকে দিলেন ভারতের এই প্লেয়ার

বাংলা হান্ট ডেস্ক: টিম ইন্ডিয়ার তরুণ ব্যাটার সরফরাজ খান বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ (India-Bangladesh Test Series) চলাকালীন একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি। তবে, সরফরাজ খানকে দলে অন্তর্ভুক্ত করা হলেও প্লেয়িং ইলেভেনে জায়গা পাননি তিনি। যদিও, এখন ঘরোয়া ক্রিকেটে বিস্ফোরক ডাবল সেঞ্চুরি করে টিম ম্যানেজমেন্টকে যোগ্য জবাব দিয়েছেন সরফরাজ।

বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে (India-Bangladesh Test Series) পাননি খেলার সুযোগ:

শুধু তাই নয়, তিনি তাঁর দুর্ধর্ষ পারফরম্যান্সের মাধ্যমে, নিউজিল্যান্ড টেস্ট সিরিজ এবং বর্ডার-গাভাস্কার ট্রফিতেও সুযোগ পাওয়ার ক্ষেত্রে যোগ্য দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছেন। জানিয়ে রাখি যে, সরফরাজ খান বর্তমানে মুম্বাই দলের হয়ে ইরানি কাপে অংশ নিচ্ছেন। লখনউয়ের একনা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রেস্ট অফ ইন্ডিয়ার বিরুদ্ধে দুর্দান্ত ইনিংস খেলেছেন সরফরাজ।

প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৩৭ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে মুম্বাই। মাত্র ৪ রান করতে পারেন ওপেনার পৃথ্বী শ। এছাড়াও আয়ুশ মাহাত্রে ১৯ রান করেছিলেন এবং হার্দিক তৈমুরও খাতা খুলতে পারেননি। এরপর অধিনায়ক অজিঙ্কা রাহানে ৯৭ রানের ইনিংস খেলেন এবং শ্রেয়স আইয়ার ৫৭ রানের ইনিংস খেলে দলের হাল ধরেন।

আরও পড়ুন: পাকিস্তানের অধিনায়ক পদ থেকে ইস্তফা বাবরের! কে হবেন পরবর্তী ক্যাপ্টেন? সামনে আসছে এই নাম

ইরানি কাপে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি করেছিলেন: এদিকে, সরফরাজ খান দুর্দান্ত ইনিংস খেলেন এবং ডাবল সেঞ্চুরি করেন। ২৬৮ বলে ২৫ টি ৪ ও ৪ টি ছক্কার ওপর ভর করে ২১৭ রান করার পরও তিনি অপরাজিত রয়েছেন। তাঁর ইনিংসের সুবাদে মুম্বাই দল ৫০০-র বেশি রান তুলতে সফল হয়। লোয়ার অর্ডারে সরফরাজ খানকে ভালো সমর্থন করেছেন তনুশ কোতিয়ান। তিনি ১২৪ বলে ৬৪ রান করেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, মুম্বইয়ের প্রথম খেলোয়াড় হিসেবে ইরানি কাপে ডাবল সেঞ্চুরি করেন সরফরাজ।

আরও পড়ুন: এবার পাল্টে যাবে বাংলার ভোল! নেওয়া হচ্ছে বিরাট পদক্ষেপ, জানলে হবেন অবাক

প্রসঙ্গত উল্লেখ্য যে, বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের (India-Bangladesh Test Series) জন্য তাঁকে নির্বাচিত করা হয়েছিল। যদিও তিনি প্লেয়িং ইলেভেনে অন্তর্ভুক্ত হননি। এখন দুর্দান্ত ডাবল সেঞ্চুরি করেছেন তিনি। এদিকে, টিম ইন্ডিয়া এর পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম টেস্ট সিরিজ খেলবে। এরপর পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের জন্য অস্ট্রেলিয়া সফর করবে। তার আগে সরফরাজের এই দুর্ধর্ষ ইনিংস নিঃসন্দেহে আকৃষ্ট করবে নির্বাচকদের।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর