বাংলা হান্ট ডেস্ক: পাকিস্তান ক্রিকেটে উত্তেজনা যেন থামছেই না। এবারে মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে একটি নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে। কিছুদিন আগে, পাকিস্তান ক্রিকেট বোর্ড মোহাম্মদ রিজওয়ানকে ODI দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে তাঁর জায়গায় শাহিন আফ্রিদিকে এই দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয়। এমতাবস্থায়, উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) কেন্দ্রীয় চুক্তি তথা সেন্টাল কন্ট্রাক্টে স্বাক্ষরের বিষয়ে সম্মত হননি। জানিয়ে রাখি যে, এই কন্ট্রাক্টে রিজওয়ান এ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত ছিলেন। কিন্তু, তাঁকে সেখান থেকে সরিয়ে বি ক্যাটাগরিতে রাখা হয়েছে।
বোর্ডকে (Pakistan Cricket Board) কী জানিয়েছেন রিজওয়ান:
কেন্দ্রীয় চুক্তিতে স্বাক্ষর করার আগে রিজওয়ান বোর্ডের সামনে কিছু শর্ত রেখেছেন: সংবাদ সংস্থা PTI-এর একটি রিপোর্ট অনুসারে, রিজওয়ান তাঁকে ক্যাটাগরি বি তে রাখার সিদ্ধান্তে নতুন সেন্টাল কন্ট্রাক্টে স্বাক্ষর করতে রাজি হননি। একটি নির্ভরযোগ্য সূত্রের মতে, নতুন চুক্তিতে অন্তর্ভুক্ত ৩০ জন খেলোয়াড়ের মধ্যে রিজওয়ানই একমাত্র খেলোয়াড় যিনি চুক্তিতে স্বাক্ষর করেননি।

পাকিস্তান ক্রিকেট বোর্ড নতুন চুক্তির প্রস্তাব দেওয়ার সময়ে তাঁকে মর্যাদাপূর্ণ এ ক্যাটাগরি থেকে সরিয়ে দিয়েছে। যেখানে আগে শুধুমাত্র বাবর আজম, রিজওয়ান এবং শাহিন শাহ আফ্রিদি ছিলেন। এবার, এই তিন অভিজ্ঞ খেলোয়াড় সহ ১০ জন খেলোয়াড়কে ক্যাটাগরি বি-তে রাখা হয়েছে। তবে, রিজওয়ান সম্প্রতি বোর্ডকে (Pakistan Cricket Board) স্পষ্ট করে দিয়েছেন যে বোর্ড যদি তার কিছু দাবির সমাধান করে তবেই তিনি চুক্তিতে স্বাক্ষর করবেন।
আরও পড়ুন: ভারতেই তৈরি হবে SJ-100 বিমান! রাশিয়ার সংস্থার সঙ্গে হাত মেলাল HAL, কতটা প্রভাব পড়ল শেয়ারে?
রিজওয়ান আগের মতোই এ ক্যাটাগরিতে থাকার অনুরোধ করেছেন: মোহাম্মদ রিজওয়ান পিসিবি কর্তৃক ঘোষিত নতুন চুক্তিতে আগের মতোই তাঁকে এ ক্যাটাগরিতে রাখার অনুরোধ করেছেন। তিনি আরও জানিয়েছেন যে, কাউকে অধিনায়ক হিসেবে নিয়োগ করার সময়, বোর্ডের উচিত তাঁকে তাঁর পরিকল্পনা সম্পন্ন করার জন্য একটি স্পষ্ট মেয়াদ এবং সময় দেওয়া।
আরও পড়ুন: সরকারি কর্মীদের জন্য সুখবর! অষ্টম বেতন কমিশনে সবুজ সঙ্কেত, ১ লক্ষ টাকার বেতনে হবে কত বৃদ্ধি?
পাশাপাশি, রিজওয়ান চান পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board) তাঁকে দলে তাঁর ভূমিকা এবং স্থান সম্পর্কে স্পষ্টতা দিক। রিজওয়ানের এই দাবির প্রসঙ্গে সূত্র জানিয়েছে যে, তাঁর এই দাবিগুলিই তাঁকে ওয়ানডে দলের অধিনায়কের পদ থেকে হয়তো অপসারিত করেছে।













