ধোনি-রিঙ্কু সিংয়ের থেকেও বড় ফিনিশার এই প্লেয়ার! প্রতিবার জেতায় হারা ম্যাচ

বাংলা হান্ট ডেস্ক: T20 ক্রিকেটে (T20 Cricket) ফিনিশারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। মূলত, ক্রিকেটের এই ফরম্যাটে প্রতিটি বলই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে। এমতাবস্থায়, যেসমস্ত খেলোয়াড় শেষ কয়েক ওভারে বড় শট মেরে ম্যাচ জিতিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন তাঁরা T20 ক্রিকেটে যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। এই কারণে, MS ধোনি (MS Dhoni) বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা একজন ফিনিশার হিসেবে পরিগণিত হন। পাশাপাশি, বর্তমান সময়ে রিঙ্কু সিং (Rinku Singh)-ও ভূমিকা যথেষ্ট ভালো পারফরম্যান্স প্রদর্শন করছেন।

তাই, এই দুই খেলোয়াড়কেই IPL-এ অন্যতম সেরা ফিনিশার হিসেবে বিবেচিত করা হয়। তবে এরই মধ্যে এমন একজন খেলোয়াড়ও আছেন যিনি শেষ ওভারে দুর্দান্ত ব্যাটিং করে এই দুই বিধ্বংসী খেলোয়াড়ের পরিসংখ্যানও ছাপিয়ে গিয়েছেন। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করব।

রিঙ্কু সিং এবং MS ধোনির চেয়েও ভালো ফিনিশার: এই প্রসঙ্গে জানিয়ে রাখি, যিনি রিঙ্কু সিং এবং MS ধোনিকে ফিনিশারের নিরিখে টেক্কা দিচ্ছেন তিনি আর কেউ নন শিমরন হেটমায়ার। উল্লেখ্য যে, গত শনিবার রাজস্থান রয়্যালস এবং পাঞ্জাব কিংসের মধ্যে যে ম্যাচটি সম্পন্ন হয় সেখানে ৩ উইকেটে জিতেছে রাজস্থান। এদিকে, রাজস্থানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শিমরন হেটমায়ার। ৬ নম্বরে ব্যাট করে নেমে ১০ বলে ২৭ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। সেইসময়ে তাঁর ব্যাট থেকে আসে ৩ টি ছক্কা ও ১ টি চার।

This player is a bigger finisher than Dhoni-Rinku Singh.

হেটমায়ার এটি বহুবার করেছেন: ওই ম্যাচে রাজস্থানের সব ব্যাটারই একের পর এক প্যাভিলিয়নে ফিরছিলেন। তবে হেটমায়ার ক্রিজে টিকে থাকেন এবং ম্যাচটি শেষ করেন। উল্লেখ্য যে, এর আগে বহুবার তিনি এইভাবে ম্যাচ জিতিয়েছেন। IPL-এর গত ৪ মরশুমে, তিনি শেষ ৩ ওভারে ৩১ বার ব্যাট করেছেন। যার মধ্যে হেটমায়ার ২২ বার অপরাজিত ছিলেন। IPL-এ এই রকম নজির আর কারোর নেই।

আরও পড়ুন: খোঁচা দেওয়া অতীত, এবার ভারতের কাছে আজব আবদার করে বসল মলদ্বীপ

শুধু তাই নয়, শেষ তিন ওভারে ব্যাট করতে গিয়ে সর্বাধিক রান এবং সর্বাধিক ছক্কা ও চারের রেকর্ডও রয়েছে তাঁর। এদিকে, এভারেজ ও স্ট্রাইক রেটের দিক থেকেও তাঁর থেকে এগিয়ে নেই কেউ। ১৮, ১৯ এবং ২০ তম ওভারে ব্যাট করার সময় রিঙ্কু সিং এবং MS ধোনির দুর্দান্ত রেকর্ড থাকলেও তাঁদের থেকে এগিয়ে রয়েছেন হেটমায়ার।

আরও পড়ুন: ৩৮ রান করেই অহংকারে ডুব! জিতেও নিজের দলকেই দুষলেন শ্রেয়স আইয়ার

শেষ ওভারে ৩ জনের স্ট্রাইক রেট: জানিয়ে রাখি যে, ডেথ ওভারে অর্থাৎ ১৮, ১৮ এবং ২০ তম ওভারে ব্যাট করার সময়ে রিঙ্কু সিংয়ের স্ট্রাইক রেট হল ২০৬.১২। ধোনির স্ট্রাইক রেট হল ১৯৫.৫১। অপরদিকে, হেটমায়ারের স্ট্রাইক রেট হল ২১৭।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর