ফের ধাক্কা! ঋষভ পন্থের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ODI সিরিজ থেকে ছিটকে গেলেন টিম ইন্ডিয়ার এই প্লেয়ারও

Published on:

Published on:

This player of India National Cricket Team is facing injury.
Follow

বাংলা হান্ট ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভাদোদরা ODI-তে টিম ইন্ডিয়া (India National Cricket Team) ৪ উইকেটে জিতেছে। তবে, জিতলেও ওই ম্যাচে ভারত বড় ধাক্কা পেয়েছে। মূলত, নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলমান ODI সিরিজের বাকি ম্যাচগুলো থেকে ছিটকে গেছেন টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। রবিবার প্রথম ODI খেলার সময় তিনি চোট পান। এদিকে, ইতিমধ্যেই টিম ইন্ডিয়া থেকে চোটের কারণে ছিটকে গিয়েছেন ঋষভ পন্থ। তারপরেই ফের ওয়াশিংটন সুন্দর চোটের সম্মুখীন হলেন।

প্রথম ODI-তে জিতেছে ভারত (India National Cricket Team):

তবে, ওয়াশিংটন সুন্দরের চোট পাওয়ায় বিষয়টি টিম ইন্ডিয়ায় জন্য বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ, তিনি আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা T20 বিশ্বকাপ ২০২৬-এর জন্য ভারতীয় দলেরও অংশ। এমন গুরুত্বপূর্ণ সময়ে, ওয়াশিংটন সুন্দরের চোট টিম ম্যানেজমেন্টের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

This player of India National Cricket Team is facing injury.

বোলিং করার সময় চোট পান: জানিয়ে রাখি যে, প্রথম ইনিংসে ওয়াশিংটন সুন্দর ৫ ওভার বল করেছিলেন। তারপর তিনি মাঠের বাইরে চলে যান এবং ধ্রুব জুরেল সাবস্টিটিউট ফিল্ডার হিসেবে ফিল্ডিং করেন। সুন্দর ব্যাট করতে নামতে পারবেন কিনা সন্দেহ ছিল। কিন্তু, রান তাড়া করতে গিয়ে, ভারত দ্রুত উইকেট হারিয়ে ফেলে। ফলে ম্যাচটি উত্তেজক বিয়ে ওঠে এবং সুন্দরকে মাঠেও নামতে হয়।

ব্যাট করার সময় অস্বস্তি: উল্লেখ্য যে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ODI-তে ওয়াশিংটন সুন্দর ৭ বলে ৭ রান করেছিলেন। কিন্তু, রান নেওয়ার সময় তাঁর যে সমস্যা হচ্ছে তা বেশ বোঝা যাচ্ছিল। অবশেষে, কেএল রাহুল দ্রুত ম্যাচটি শেষ করেন এবং দলকে এই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। ম্যাচের পর, কেএল রাহুল জানান যে, তিনি সুন্দরের চোটের তীব্রতা সম্পর্কে অবগত ছিলেন না। রাহুল ; বলেন, ‘আমি জানতাম না যে সে দৌড়তে পারবে না,” আমি শুধু জানতাম যে প্রথম ইনিংসে তার কিছু সমস্যা হয়েছে. কিন্তু চোট কতটা গুরুতর, আমার এই সম্পর্কে কোনও ধারণা ছিল না। ও খুব ভালো খেলছিল।’ রাহুল আরও বলেন, যখন তিনি ব্যাট করতে আসেন, তখন প্রায় প্রতি বলে রান আসছিল তাই ঝুঁকি নেওয়ার কোনও প্রয়োজন ছিল না। তাই, খুব বেশি চাপ ছিল না। তাঁরা স্ট্রাইক রোটেট করতে থাকেন।

আরও পড়ুন: ২০২৬-এর শুরুতেই কোহলি ম্যাজিক! মেয়ের জন্মদিনে ব্যাট হাতে রেকর্ডের বন্যা বিরাটের

অধিনায়ক গিল কী জানিয়েছেন: ম্যাচের পর, অধিনায়ক শুভমান গিল নিশ্চিত করেন যে, সুন্দরের স্ক্যান করানো হবে। পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে গিল জানান, ওয়াশিংটন সুন্দর সাইড স্ট্রেনে ভুগছেন এবং ম্যাচের পরে তাঁর স্ক্যান করা হবে।

আরও পড়ুন: BSNL-এর এই প্ল্যানে প্রতিদিন ৩ জিবি ডেটা, আনলিমিটেড কল! মেয়াদ ৩৬৫ দিন, দাম মাত্র এত টাকা

পন্থ ইতিমধ্যেই ছিটকে গেছেন: জানিয়ে রাখি যে, ওই ম্যাচের আগে ভারতের তারকা প্লেয়ার ঋষভ পন্থও সাইড স্ট্রেনের শিকার হয়েছিলেন। যার পরে তাঁর পরিবর্তে ধ্রুব জুরেলকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল।