নায়িকা হিসেবে ডেবিউ করেও ভিলেন হয়েই মন জয়, দীর্ঘদিন পর সিরিয়ালে ফিরলেন সুন্দরী খলনায়িকা

বাংলাহান্ট ডেস্ক : শুরুটা করেছিলেন নায়িকা হিসেবেই। প্রথম ধারাবাহিকেই (Serial) নজর কাড়তে সক্ষম হয়েছিলেন দর্শকদের। তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি বটে, তবে নায়িকার বদলে খলনায়িকা হয়ে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। বেশ কয়েকটি সিরিয়ালে (Serial) ভিলেনের ভূমিকায় অভিনয় করার পর ফের ইতিবাচক চরিত্র নিয়ে ছোটপর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী।

সিরিয়ালে (Serial) ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী

মডেলিং জগতে নাম করার পর অমিনয়ে পা রাখেন নায়িকা। জি বাংলার ‘উমা’ সিরিয়ালের (Serial) হাত ধরে তাঁর অভিনয়ে হাতেখড়ি শুরু। কথা হচ্ছে শিঞ্জিনী চক্রবর্তীর ব্যাপারে। প্রথম সিরিয়ালেই (Serial) নায়িকা হয়ে সকলের প্রিয় হয়ে উঠেছিলেন তিনি। ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখা লড়াকু উমার ভূমিকায় দুরন্ত অভিনয় করেছিলেন তিনি।

This popular actress is coming back to serial

ভিলেন হয়েই ছাপ রেখেছেন: তারপর একে একে ‘পঞ্চমী’, ‘অষ্টমী’র মতো সিরিয়ালে (Serial) অভিনয় করতে দেখা গিয়েছে শিঞ্জিনীকে। খলনায়িকা হয়েই নিজের ছাপ রেখেছেন তিনি ছোটপর্দায়। তবে অষ্টমী মাঝপথেই শেষ হয়ে যাওয়ার পর দীর্ঘদিন ছোটপর্দায় দেখা মেলেনি শিঞ্জিনীর। অবশেষে আবারো নতুন সিরিয়াল (Serial) নিয়ে ফিরছেন তিনি।

আরো পড়ুন : সৃজনের পাশে ম্যাচিং পোশাকে ‘পর্ণা’, রিসেপশনে শ্বেতা-রুবেলের উদ্দেশে কী বললেন পল্লবী?

কোন সিরিয়ালে দেখা যাবে: তবে এবারে আর জি বাংলায় নয়। জানা গিয়েছে, স্টার জলসার আসন্ন ধারাবাহিক (Serial) ‘চিরসখা’য় দেখা যাবে তাঁকে। রয়েছে আরো এক চমক। এবারে আর নেতিবাচক নয়, বরং এক অন্য রকম চরিত্রেই শিঞ্জিনীর দেখা পাওয়া যাবে বলে খবর মিলেছে। ইতিমধ্যেই প্রকাশ্যে আসা প্রোমোতে অবশ্য দেখা যায়নি তাঁকে। সম্ভবত কোনো বড় চমক নিয়ে আসছেন অভিনেত্রী।

আরো পড়ুন : ‘একেবারে কার্টুন’, মানাচ্ছে না মোটেই, দর্শকদের দাবিতে নায়িকা বদল জি বাংলার সিরিয়ালে!

প্রসঙ্গত, লীনা গঙ্গোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, মধ্যবয়সী দুই পুরুষ মহিলার প্রেমের গল্প ফুটে উঠবে চিরসখায়। এই সিরিয়ালে (Serial) থাকছেন সাবিত্রী চট্টোপাধ্যায়, ফাল্গুনী চট্টোপাধ্যায়, অনসূয়া মজুমদার, চন্দন সেন, মালবিকা সেন, রেশমি সেন, সায়ক চক্রবর্তীর মতো অভিনেতা অভিনেত্রীরা। থাকছেন তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রও।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর