শুরুর অপেক্ষায় আরেক নতুন মেগা, দু বছর পর সিরিয়ালে ফিরছেন জনপ্রিয় নায়িকা

বাংলাহান্ট ডেস্ক : বিভিন্ন চ্যানেলে সিরিয়ালের (Serial) ছড়াছড়ি। তা সত্ত্বেও নতুন ধারাবাহিক আসার বিরাম নেই। একাধিক চ্যানেলেই নতুন সিরিয়াল শুরুর অপেক্ষায় রয়েছে। কিছু কিছু ধারাবাহিকের আবার প্রোমো আসা বাকি এখনো। এর মধ্যেই খবর এল আরেক আসন্ন মেগার (Serial)। নতুন প্রোজেক্ট শুরু করতে চলেছে অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট। আর এই সিরিয়ালের হাত ধরেই ছোটপর্দায় কামব্যাক করতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী।

বিরতির পর নতুন সিরিয়ালে (Serial) ফিরছেন অভিনেত্রী

বাংলা টেলিভিশনের অতি পরিচিত মুখ তিনি। শুধু সিরিয়াল (Serial) কেন, বড়পর্দাতেও কাজ করেছেন অভিনেত্রী। বিয়ে হয়েছে বছর দুয়েক আগে। তার পর খানিক বিরতি নিয়ে ফের কামব্যাকের প্রস্তুতি নিচ্ছেন তিনি। খুব শীঘ্রই নতুন সিরিয়াল (Serial) দেখা যেতে পারে তাঁকে, এমনটাই শোনা যাচ্ছে।

This popular actress is reportedly coming back to serial

কাজ করেছেন সিনেমাতেও: কথা হচ্ছে অভিনেত্রী শ্রীপর্ণা রায়ের সম্পর্কে। ছোটপর্দায় নেতাজি, কড়িখেলা, গাঁটছড়ার মতো জনপ্রিয় বহু সিরিয়ালে (Serial) অভিনয় করেছেন তিনি। পাশাপাশি ‘টনিক’ ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। বছর দুয়েক আগে সাত পাকে বাঁধা পড়েছেন শ্রীপর্ণা। এবার ফের ক্যামেরার সামনে ফেরার পালা।

আরো পড়ুন : বনিবনা নেই বাস্তবে, কেমন সম্পর্ক অঙ্কিতার সঙ্গে? সত্যিটা বলেই দিলেন ‘জগদ্ধাত্রী’ নায়ক সৌম্যদীপ

কী জানিয়েছেন নায়িকা: অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের সঙ্গে কাজে ফেরার কথা নিজেই জানিয়েছিলেন শ্রীপর্ণা। সঙ্গে এও বলেছিলেন, মাঝে আরো কিছু প্রস্তাব পেলেও বিয়ের পর বিরতি নেবেন বলেই সেগুলি ফিরিয়ে দিয়েছিলেন। তবে তাঁর কথায়, তিনি যখন যে কাজটা করেন মন দিয়েই করেন, যে দায়িত্ব নেন সেটা পূরণ করার চেষ্টা করেন। তাই এবার কামব্যাকের সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন শ্রীপর্ণা।

আরো পড়ুন : বাসন্তী চট্টোপাধ্যায়ের পর অসুস্থ আরেক প্রবীণ অভিনেত্রী, আগামী মাসেই রয়েছে অস্ত্রোপচার

তবে তাঁর আসন্ন সিরিয়ালের (Serial) গল্প কেমন হবে, তাঁর নায়ক কে হচ্ছে তা এখনো জানা যায়নি। শেষবার গাঁটছড়া সিরিয়ালে দেখা গিয়েছিল শ্রীপর্ণাকে। ওই সিরিয়াল চলাকালীনই ডাক্তার শুভদীপ ভট্টাচার্যের সঙ্গে বাস্তব জীবনে গাঁটছড়া বাঁধেন শ্রীপর্ণা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর