মাঝপথেই ছেড়েছিলেন সিরিয়াল, লম্বা বিরতি শেষে ছোটপর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেতা

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : ছোটপর্দায় শুধু যে নায়িকাদেরই কামব্যাক হচ্ছে তা নয়। নতুন সিরিয়ালে (Serial) ফিরছেন নায়করাও। বিভিন্ন চ্যানেলে নতুন নতুন ধারাবাহিক (Serial) শুরুর গুঞ্জন শোনা যাচ্ছে। আর সেই সঙ্গে জল্পনায় উঠে আসছে নানান অভিনেতা অভিনেত্রীর নাম। এবার এমনই এক জনপ্রিয় নায়কের কামব্যাকের গুঞ্জনে উচ্ছ্বসিত দর্শকরা।

দীর্ঘদিন পর ছোটপর্দায় (Serial) ফিরছেন অভিনেতা

টেলিভিশনের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে তিনি অন্যতম। স্টার জলসার একাধিক সিরিয়ালে (Serial) অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। যদিও শেষ সিরিয়ালের পর থেকে দীর্ঘদিন তাঁর দেখা মেলেনি ছোটপর্দায়। মাঝে একাধিক বার গুঞ্জনও ছড়িয়েছিল তাঁর কামব্যাক নিয়ে। তবে কোনও নতুন সিরিয়ালে (Serial) দেখা যায়নি তাঁকে। তবে লম্বা বিরতির পর এবার ছোটপর্দায় ফিরছেনশ্বেতা

This popular serial actor to be seen again on television

কোন চ্যানেলে দেখা যাবে: কথা হচ্ছে অভিনেতা রাহুল মজুমদারের বিষয়ে। লম্বা বিরতির পর আবারও ছোটপর্দায় (Serial) ফিরছেন তিনি। না কোনও সিরিয়ালে (Serial) নয়, মহালয়ার অনুষ্ঠানে দেখা যাবে তাঁকে। জানা গিয়েছে, সান বাংলায় মহালয়ার অনুষ্ঠান ‘অকাল বোধন’এ থাকছেন রাহুল। রামের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাঁকে। এর আগেও একাধিক বার টেলিভিশনের রামায়ণে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। কিন্তু রাজি হননি রাহুল।

আরও পড়ুন : চেনেন না সাই পল্লবীকে, পোশাক নিয়ে দক্ষিণী নায়িকার সঙ্গে তুলনায় জবাব শ্বেতার

কী জানালেন রাহুল: এ বিষয়ে অভিনেতা বলেন, তাঁর মনে হত এই চরিত্রগুলির সঙ্গে হয়তো মানিয়ে নিতে পারবেন না। কিন্তু সান বাংলার প্রস্তাবটি তিনি ফিরিয়ে দিতে পারেননি কারণ খুবই পরিচিত টিমের সঙ্গে কাজ করেছেন। রামের চরিত্রেও প্রথম অভিনয় করলেন রাহুল। তবে শুটিংয়ের (Serial) সময় তিনি চোটও পেয়েছেন বলে জানান। যদিও এখন সুস্থ আছেন অভিনেতা।

আরও পড়ুন : মায়ের সঙ্গে রিয়েলিটি শোয়ের সেটে ছোট্ট ইয়ালিনী, দেড় বছরেই ক্যামেরার সামনে ডেবিউ খুদের?

প্রসঙ্গত, সিরিয়াল (Serial) থেকে এখন বিরতি নিয়ে বড়পর্দায় কাজ করছেন রাহুল। আগামীতে সৌম্যজিত আদকের আসন্ন ছবিতে দেখা যাবে তাঁকে। রাহুল ছাড়াও ছবিতে রয়েছেন সৌম্য মুখোপাধ্যায়, শোলাঙ্কি রায় এবং শ্রীমা ভট্টাচার্য। বন্ধুত্ব এবং প্রেম নিয়ে তৈরি হচ্ছে ছবিটি।