বাংলাহান্ট ডেস্ক : বাংলা টেলিভিশনে একের পর এক নতুন সিরিয়াল (Serial) শুরু হচ্ছে। জি বাংলা, স্টার জলসা কোনও চ্যানেলই পিছিয়ে নেই নতুন ধারাবাহিক আনার ক্ষেত্রে। সেই সঙ্গে টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরাও আবারও ফিরছেন সিরিয়ালে। বেশ কিছু নতুন সিরিয়াল (Serial) শুরুর গুঞ্জন শোনা যাচ্ছে।
টেলিভিশনে ফিরতে চলেছেন জনপ্রিয় সিরিয়াল (Serial) নায়িকা
টেলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে, জনপ্রিয় অভিনেত্রী রণিতা দাস ফিরতে চলেছেন ছোটপর্দায়। বেশ কিছুদিন ধরে জল্পনা চললেও এ বিষয়ে মুখে কুলুপ এঁটে রেখেছেন তিনি। তবে এল বড় খবর। টেলিভিশনেই ফিরছেন রণিতা। দীর্ঘদিন পর নতুন সিরিয়ালে (Serial) দেখা যেতে চলেছে তাঁকে, খবর এমনটাই।
নায়ক কে হবেন: জানা যাচ্ছে, সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় এক নতুন সিরিয়াল (Serial) আসতে চলেছে খুব শীঘ্রই। সেখানেই নাকি নায়িকা রূপে দেখা মিলবে রণিতার। গুঞ্জন বলছে, তাঁর বিপরীতে দেখা যাবে টেলিপাড়ার জনপ্রিয় নায়ক বিশ্বজিৎ ঘোষকে। স্টার জলসায় আসার কথা রয়েছে সিরিয়ালটির (Serial)। যদিও সবটাই এখনও জল্পনার স্তরেই রয়েছে বলে খবর। এ বিষয়ে এখনও রণিতা বা বিশ্বজিৎ মুখ খোলেননি।
আরও পড়ুন : এক মাসেই বিপর্যস্ত হিমাচল, হড়পা বান-ভূমিধসে রাজ্যে মৃত ২৯৮
কবে আসছে সিরিয়াল: প্রসঙ্গত, বিশ্বজিৎকে শেষবার দেখা গিয়েছে জি বাংলার ‘মালাবদল’ সিরিয়ালে! যদিও বেশিদিন চলেনি সিরিয়ালটি (Serial), তবে বিশ্বজিতের অভিনয় প্রশংসিত হয়েছিল। তারপর থেকে তাঁর ফেরার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।
আরও পড়ুন : পদ্মার ইলিশও ফেল, এতদিনের ধারণায় বড় গলদ, কোথাকার রূপোলি শষ্য স্বাদে-গন্ধে সেরা জানেন?
অন্যদিকে বাংলা ধারাবাহিকের প্রিয় ‘বাহামণি’ দীর্ঘদিন ধরেই রয়েছেন ছোটপর্দা থেকে দূরে। মাঝে একটি রিয়েলিটি শোতে তাঁকে দেখা গেলেও সিরিয়ালের নায়িকা হিসেবে রণিতাকে দেখার জন্য উদগ্রীব হয়ে পড়েছেন অনুরাগীরা। তাঁদের ইচ্ছা পূরণ হবে? সময় দেবে তার উত্তর।