নতুন সিরিয়াল আনছে ‘বেঙ্গল টপার’এর প্রোডাকশন হাউজ, প্রথমবার জুটিতে এই নায়ক-নায়িকা

বাংলাহান্ট ডেস্ক : দর্শকদের চাহিদা পূরণ করতে ভিন্ন ভিন্ন গল্প নিয়ে শুরু হচ্ছে নানান সিরিয়াল (Serial)। বর্তমানে বিভিন্ন সিরিয়াল কেমন হবে, তাদের গল্প কোন থিমে হবে তা বোঝা যায় প্রোডাকশন হাউজ থেকেই। আর এই মুহূর্তে বাংলা টেলিভিশন জগতে যে প্রযোজনা সংস্থাগুলি বেশ দাপটের সঙ্গে কাজ করছে, তাদের মধ্যে অন্যতম ব্লুজ প্রোডাকশন।

নতুন সিরিয়াল (Serial)। আনছে নামী প্রোডাকশন হাউজ

এই প্রযোজনা সংস্থার দুটি সিরিয়াল (Serial)। চলছে প্রথম সারির দুই চ্যানেলে। জি বাংলায় ‘জগদ্ধাত্রী’ এবং স্টার জলসায় ‘গীতা LLB’। দুটি সিরিয়ালই (Serial)। কামাল করছে টিআরপি তালিকায়। আর এবার জানা গিয়েছে, আরো এক নতুন সিরিয়ালের আমদানি করতে চলেছে ব্লুজ প্রোডাকশন।

This production house is bringing new serial

কোন চ্যানেলে দেখা যাবে: তবে এবারে আর জি বাংলা বা স্টার জলসা নয়। যেমনটা জানা যাচ্ছে, এই প্রযোজনা সংস্থার আগামী ধারাবাহিক আসতে চলেছে সান বাংলায়। ইতিমধ্যেই নাকি সিরিয়ালের (Serial)। শুটিং শুরু হয়েছে। আর এই সিরিয়ালের হাত ধরেই দেখা যাবে একেবারে ফ্রেশ জুটিকে।

আরো পড়ুন :ধারাবাহিক ছাড়ছেন খলনায়িকা, প্রথম পাঁচে TRP থেকেও বন্ধের মুখে জি এর সিরিয়াল!

কারা হচ্ছেন নায়ক নায়িকা: খবর বলছে, অভিনেতা ইন্দ্রনীল চট্টোপাধ্যায় এবং নবাগতা অভিনেত্রী সুকন্যা চক্রবর্তীকে দেখা যাবে এই আসন্ন সিরিয়ালে (Serial)। নায়ক নায়িকার ভূমিকায়। দুজনেই টেলিভিশনের অতি জনপ্রিয় মুখ। এবার এই ধারাবাহিকের হাত ধরেই প্রথম বার জুটি বাঁধবেন তাঁরা।

আরো পড়ুন :খুলে গেল কোয়েলের মুখোশ, অনির্বাণকে ঠাঁটিয়ে চড় রাইয়ের! তোলপাড় করা পর্ব ‘মিঠিঝোরা’য়

ব্লুজ প্রোডাকশনের এই মুহূর্তে চলা দুটি সিরিয়ালই দারুণ টিআরপি আনছে। বিশেষ করে গীতা বিগত কয়েক সপ্তাহ ধরে টানা টিআরপি টপার রয়েছে। পিছিয়ে নেই জগদ্ধাত্রীও। তবে এবার সান বাংলার এই নতুন সিরিয়াল দর্শকদের মন কতটা জয় করতে পারেন সেটাই দেখার অপেক্ষা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর