কোয়ারেন্টাইন এক করে দিল হৃতিক রোশন ও তাঁর প্রাক্তন স্ত্রীকে

Published On:

বাংলাহান্ট ডেস্ক: চিন, ইতালি, ইরান পেরিয়ে ভারতেও হানা দিয়েছে প্রাণঘাতী করোনা। আর তার ভয়াবহতা থেকে বাঁচতে আঁটঘাট বেঁধে তৈরি কেন্দ্রীয় ও রাজ‍্য সরকারগুলি।


বাইরে বেরোনোয় কঠোর নিষেধাজ্ঞা জারি হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী মোদী ঘোষনা করেছেন আগামী ১৪ এপ্রিল পর্যন্ত পুরো দেশেই মানা হবে লকডাউন। এই অবস্থায় সকলেই রয়েছেন গৃহবন্দি। আর এই লকডাউনই কাছাকাছি এনে দিল হৃতিক রোশন ও তাঁর প্রাক্তন স্ত্রী সুজান খানকে। দুই ছেলে রিধান ও রেহানের মুখ চেয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন সুজান। লকডাউনের কয়েকটা দিন হৃতিক ও দুই ছেলের সঙ্গেই কাটাবেন তিনি।

https://www.instagram.com/p/B-JlJZvH0bC/?igshid=aupwc64uabda

সম্প্রতি রেহানের জন্মদিন উপলক্ষে বাড়িতেই ছোটখাট পার্টির আয়োজন করেছিলেন হৃতিক ও সুজান। কেক কাটার সময় পরিবারের অন‍্য সদস‍্যরা সশরীরে উপস্থিত থাকতে না পারায় ভিডিও কলের মাধ‍্যমেই সবার সঙ্গে যোগাযোগ করেন হৃতিক। এভাবেই জন্মদিন পালন হয় রেহানের। সেই ভিডিও নিজের ইনস্টা হ‍্যান্ডেলে শেয়ারও করেন হৃতিক।

https://www.instagram.com/p/B-UD8UBHCzP/?igshid=xl4d0uaunj11

শুধু তাই নয়, সুজানের এই সিদ্ধান্তের জন‍্য তাঁকে ধন‍্যবাদ জানিয়ে একটি লম্বা পোস্ট করেন অভিনেতা। তবে এবারই প্রথম নয়, এর আগেও বহুবার একসঙ্গে দেখা গিয়েছে হৃতিক ও সুজানকে। ২০১৪তে তাঁদের বিচ্ছেদ হলেও মাঝে মাঝেই হৃতিকের পরিবারের সঙ্গে সময় কাটাতে দেখা যায় সুজানকে।

সম্পর্কিত খবর

X