তৃণমূল নেতার দাদাগিরি! ৩ দিন চলবে না ‘এই’ রুটের বাস! মাথায় হাত নিত্যযাত্রীদের

বাংলা হান্ট ডেস্কঃ বাসের ওপর নির্ভরশীল বহু যাত্রী। স্কুল, কলেজ, অফিস যাওয়ার জন্য অনেকের প্রথম ভরসা বাস (Bus)। তবে এবার তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) পরিচালিত ইউনিয়নের নেতার দাদাগিরির বিরুদ্ধে প্রতিবাদে একটানা তিন দিন বন্ধ থাকবে একটি রুটের সকল বাস। এর ফলে ওই রুটের যাত্রীদের দুর্ভোগ বাড়তে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

টানা তিনদিন বন্ধ থাকবে কোন রুটের বাস (Trinamool Congress)?

তৃণমূল পরিচালিত ইউনিয়নের নেতা হীরালাল কেওরের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ উঠেছে। তিনি বাস চালক ও কন্ডাক্টরদের পুজো বোনাসের টাকা নিয়ে নয়ছয় করেছেন বলে অভিযোগ। এর প্রতিবাদেই একটানা তিন দিন বন্ধ থাকবে ৪৬ নম্বর রুটের সকল বাস। বুধবার থেকে ৪৬, ৪৬এ এবং ৪৬বি রুটের ৬৩টি বাসের মধ্যে একটিও রাস্তায় নামানো হয়নি।

বিমানবন্দর থেকে বাগুইআটি, চিনারপার্ক, কেষ্টপুর, কাঁকুরগাছি হয়ে কলেজ স্ট্রিট অবধি যায় এই রুটের বাস। কয়েক হাজার যাত্রী রোজ এই রুটের বাসে যাতায়াত করেন। ফলে বাস বন্ধ থাকার কারণে ফাঁপরে পড়েছেন তাঁরা।

আরও পড়ুনঃ ‘তৃণমূল ছাড়তে বাধ্য হয়েছিলাম’! কেন দল ছাড়ার সিদ্ধান্ত? এত বছর পর ‘ফাঁস’ করলেন শুভেন্দু

জানা যাচ্ছে, ওই বাস রুটগুলিতে প্রায় ২৫০ থেকে ৩০০ জন কর্মচারী রয়েছেন। সমস্যা সমাধানের জন্য বাস মালিকদের সংগঠনের তরফ থেকে রাজ্যের পরিবহণ দফতরের (West Bengal Transport Department) প্রিন্সিপ্যাল সচিবকে চিঠি পাঠানো হয়েছে। কিন্তু তাতেও সুরাহা হয়নি। সেই কারণে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রাখা হবে বলে ঠিক করা হয়েছে।

Bus Trinamool Congress

এদিকে যে তৃণমূল (Trinamool Congress) নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। এই বিষয়ে বেঙ্গল বাস সিন্ডিকেটের সহ সভাপতির দাবি, বহুদিন ধরে ওই শ্রমিক নেতার বিরুদ্ধে লড়াই করছেন বাস মালিক ও কর্মচারীরা। তবে সবাইকে এতদিন একত্রিত করতে পারছিলেন না। তবে এবার সেটা সম্ভব হয়েছে। সেই কারণে একসঙ্গে ৬৩টি বাস পরিষেবা বন্ধ থাকছে। এদিকে এই সিদ্ধান্তের ফলে ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে কয়েক হাজার নিত্যযাত্রীদের।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর