বাংলাহান্ট ডেস্ক : আজ শিক্ষক দিবস। সমাজ গড়ার কারিগর যারা তাদের উদযাপন করার দিন আজ। এসএসসি বিতর্কের মাঝেই এক স্কুলে দেখা গেল মন ভালো করা দৃশ্য। শিক্ষক দিবস উপলক্ষে স্পেশ্যাল মিড ডে মিলের আয়োজন করা হল পশ্চিম মেদিনীপুরের সামাট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। ইলিশ (Hilsa Fish), চিংড়ি সহযোগে জম্পেশ করে শিক্ষক দিবসের ভূরিভোজ পেরেছেন পড়ুয়ারা।
মিড ডে মিলে পড়ুয়াদের খাওয়ানো হল ইলিশ (Hilsa Fish)
স্কুলে মিড ডে মিল মানেই খিচুড়ি নয়তো ডিম ভাত। কিন্তু এবার কিছু কিছু স্কুলে আয়োজন করা হয়েছিল ইলিশ (Hilsa Fish) উৎসবের। পড়ুয়ারা একদিনের জন্য মেতেছিল ইলিশ মাছ খাওয়ার আনন্দে। এবার পশ্চিম মেদিনীপুরের দাসপুর ১ ব্লকের নাড়াজোল ২ চক্রের সামাট প্রাথমিক বিদ্যালয়েও ইলিশ (Hilsa Fish) খাওয়ানো হল ছাত্রছাত্রীদের। জানা যাচ্ছে, মোট ১১০ জন পড়ুয়া রয়েছে ওই স্কুলে। শিক্ষক দিবসের আগের দিনই আয়োজন করা হয়েছিল বিশেষ মিড ডে মিলের।
শিক্ষারাই নিয়েছিলেন উদ্যোগ: শিক্ষকরাই এদিন পড়ুয়াদের ভালোমন্দ খাওয়ানোর দায়িত্ব নিয়েছিলেন। মেনুতে ছিল চিংড়ি পোস্ত, আলু পোস্ত, ইলিশের (Hilsa Fish) ঝাল আর মুগের জিলিপি। বাজারে এখন ইলিশের দাম বেশ চড়া। ৭০০-২০০০ টাকার নীচে ইলিশ কেনার গল্পই নেই। তাই অনেকের বাড়িতেই এ বছর এখনও ইলিশ (Hilsa Fish) ঢোকেনি।
আরও পড়ুন : বাতিল একাধিক ভাতা, অষ্টম পে কমিশনে কর্মীদের বেতনে বড় পরিবর্তনের আশঙ্কা! কী বদল আসছে?
কী প্রতিক্রিয়া ছাত্রদের: মিড ডে মিলে এমন এলাহি আয়োজন দেখে উচ্ছ্বসিত পড়ুয়ারাও। চতুর্থ শ্রেণির এক ছাত্র জানায়, বাড়িতে এবছর এখনও ইলিশ (Hilsa Fish) হয়নি। কিন্তু স্কুলে ইলিশ, চিংড়ি, জিলিপি খাইয়েছে। তাই এদিন সে ভাতও বেশি খেয়েছে।
আরও পড়ুন : লাইনে দাঁড়িয়েই এবার জগন্নাথ দর্শনের সুযোগ, ভক্তদের জন্য বড় বদল পুরীর মন্দিরে!
স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক জানান, পড়ুয়ারা তাঁদের কাছে সন্তানসম। তাই শিক্ষকরা সকলে মিলেই এই আয়োজন করেছেন। ইলিশ, চিংড়ি দুই মাছ হয়েছে তাঁদের টাকাতেই। আর মিষ্টি খাওয়ার জন্য এক অভিভাবক টাকা দিয়েছিলেন। সেই টাকায় মুগের জিলিপি দেওয়া হয়েছে।