বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, গত জুন মাসে ভারতের (India) ম্যানুফ্যাকচারিং সেক্টরে অসাধারণ বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। একদিকে মার্কিন শুল্ক আরোপের চিন্তা এবং অন্যদিকে ইরান ও ইজরায়েলের মধ্যে যুদ্ধের আবহে, অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্যে গত মাসে বিশাল উত্থান পরিলক্ষিত হওয়ায় ফ্যাক্টরি অ্যাক্টিভিটি গত ১৪ মাসের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে।
ভারতের (India) ম্যানুফ্যাকচারিং সেক্টরে অসাধারণ বৃদ্ধি:
মানিকন্ট্রোলের এক রিপোর্ট অনুসারে, HSBC-র চিফ ইন্ডিয়া ইকোনমিস্ট প্রাঞ্জুল ভান্ডারী জানিয়েছেন, “জুন মাসে ভারতের (India) ম্যানুফ্যাকচারিং সেক্টরের PMI গত ১৪ মাসের মধ্যে সর্বোচ্চ ৫৮.৪-এ পৌঁছেছে। অর্থাৎ, জিনিসপত্রের চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে নতুন অর্ডারের কাজ দ্রুততর হয়েছে এবং কর্মসংস্থানও বৃদ্ধি পেয়েছে।
উল্লেখ্য যে, পারচেসিং ম্যানেজারস ইনডেক্স (PMI) গত মে মাসে ৫৭.৬ থেকে বেড়ে ৫৮.৪-এ পৌঁছেছে। যা চলতি বছর ওই সেক্টরে তৃতীয় মাসের শক্তিশালী পারফরম্যান্স হিসেবে বিবেচিত হচ্ছে। ত্রৈমাসিক দৃষ্টিকোণ থেকেও এই ফলাফল ইতিবাচক। কারণ জুন ত্রৈমাসিকে এভারেজ PMI রিডিং জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে থাকা ৫৭.৪ থেকে বেড়ে ৫৮.১-এ পৌঁছেছে। এই পরিসংখ্যান সামগ্রিকভাবে কারখানায় উৎপাদন বৃদ্ধি এবং অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধির ইঙ্গিত দেয়।
PMI সূচক কী: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, PMI ম্যানুফ্যাকচারিং সেক্টরের কার্যকলাপকে তুলে ধরে। এটি এমন একটি সূচক যেখানে নতুন অর্ডার থেকে শুরু করে উৎপাদন, সরবরাহকারীদের কাছে ডেলিভারি, কর্মসংস্থান এবং ইনভেন্টরির মতো বিষয়গুলির ওপর তথ্য সংগ্রহ করা হয়। যদি PMI ৫০-এর ওপরে থাকে, তাহলে এর অর্থ হল ম্যানুফ্যাকচারিং সেক্টরের পরিধি বাড়ছে। যদি ৫০ হয়, তাহলে এর অর্থ হল পরিস্থিতি একই রকম এবং যদি ৫০-এর নিচে থাকে, তাহলে অর্থ হল এর পরিধি কমছে। অর্থাৎ, ফ্যাক্টরি অ্যাক্টিভিটি কমছে।
আরও পড়ুন: ২০২৫-এ IPL জেতা এই ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ! ভাইরাল হল স্ক্রিনশট
এই সেক্টর চ্যালেঞ্জের সঙ্গে লড়াই করে এগিয়ে চলেছে: সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ম্যানুফ্যাকচারিং সেক্টরে এই উত্থান এমন এক সময়ে সামনে এসেছে যখন ভারত (India) টানা তৃতীয় মাসের জন্য মার্কিন শুল্কের মুখোমুখি হচ্ছে। এর অর্থ হল, সমস্ত চ্যালেঞ্জ কাটিয়ে এই সেক্টর দ্রুত এগিয়ে চলেছে। HSBC জানিয়েছে, এক্সপোর্ট অর্থাৎ রফতানির ক্ষেত্রে অর্ডার বৃদ্ধির কারণে জুন মাসে এই সেক্টরটি দ্রুত বৃদ্ধি পেয়েছে। এর ফলে কর্মসংস্থানও বেড়েছে।
আরও পড়ুন: “তল্পিতল্পা গোটাতে হবে”, মাস্কের নতুন দল তৈরির হুঙ্কারে কড়া জবাব ট্রাম্পের, স্পষ্ট জানালেন…..
তবে, ইন্ডাস্ট্রিয়াল আউটপুটের ক্ষেত্রে চিত্রটি খুব একটা ভালো নয়। ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইনডেক্স তথা IIP অনুসারে, ভারী বৃষ্টিপাতের কারণে বিদ্যুৎ উৎপাদন এবং খনির কাজে ব্যাঘাতের ফল মে মাসে ওভারঅল ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি গত ৯ মাসের সর্বনিম্ন ১.২ শতাংশে নেমে এসেছে।