সিরিয়ালে ভেঙেছে বিয়ে, বাস্তবে সাতপাক ঘুরে চমকে দিলেন অভিনেতা

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বিয়ের মরশুমে টেলিপাড়াতেও চলছে পরপর বিয়ে। একের পর এক অভিনেতা অভিনেত্রীরা (Serial) বসে পড়ছেন বিয়ের পিঁড়িতে। একটি সম্পর্ক ভাঙলেও তিক্ততা থেকে বেরিয়ে নতুন সম্পর্ককে জায়গা দিচ্ছেন অনেকে। সম্প্রতি এমনই এক জনপ্রিয় টেলি অভিনেতা সেরে ফেললেন বিয়ে।

বিয়ে করলেন জনপ্রিয় সিরিয়ালের নায়ক

বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা মৃত্যুঞ্জয় ভট্টাচার্য। নায়ক হিসেবে না হলেও পার্শ্বচরিত্রে অভিনয় করে মন জিতেছেন তিনি। জি বাংলায় অভিনয় করে মন জিতেছেন তিনি। জি বাংলায় বহু সিরিয়ালে করেছেন তিনি।

This serial actor got married suddenly

বিয়ে সারলেন অভিনেতা: বাস্তবে জীবনের নতুন ইনিংস শুরু করেছেন মৃত্যুঞ্জয়। প্রেমিকা চৈতালি দত্তের সঙ্গে আইনি বিয়ে সেরে ফেলেছেন তিনি আগেলই। এবার আড়ম্বরপূর্ণ ভাবে সামাজিক বিয়ের অনুষ্ঠান করলেন তিনি।

আরও পড়ুন : ‘সেভেন সিস্টার্স’ ইস্যুতে কূটনৈতিক চাপানউতোর, বাংলাদেশি রাষ্ট্রদূতকে তলব করল ভারত

কী হয় গল্পে: সিরিয়ালে ডাক্তার হিন্দোল মিত্রের চরিত্রে অভিনয় করেছেন মৃত্যুঞ্জয়। আর তারপরেই শান্ত মিষ্টভাষী হিন্দোলের সঙ্গে মেয়ের বিয়ে দিতে উঠেপড়ে লাগেন অপর্ণার বাবা। যদিও শেষ মুহূর্তে ঘুরে যায় গল্পের মোড়। মেয়ের পাশে দাঁড়িয়ে বিয়ের মণ্ডপেই হিন্দোলের সঙ্গে বিয়ে ভেস্তে দেন অপর্ণার মা।

আরও পড়ুন : যুবভারতী কাণ্ডে দায় কার? শোকজের জবাবে রাজীব কুমার, ক্রীড়া সচিব, বললেন…

চরিত্রটি স্বল্প সময়ের জন্য হলেও প্রভাব ফেলেছিল দর্শকদের মনে। প্রথম দিকে আর্য অপর্ণার মাঝে আসায় কটাক্ষের শিকার হতে হয় হিন্দোলকে। তবে মৃত্যুঞ্জয়ের অভিনয়ের প্রশংসাও করেন দর্শকরা।