বাংলাহান্ট ডেস্ক : অভিনয়ে জগতে সুযোগ পাওয়া কঠিন। আরো কঠিন খ্যাতি ধরে রাখা। কারণ এই জগতে প্রতিযোগিতা মারাত্মক। ছোটপর্দার (Serial) কথা ধরলে, এখানে প্রতিনিয়ত নতুন নতুন সিরিয়াল, অভিনেতা অভিনেত্রীর আনাগোনা। জনপ্রিয়তা ধরে রাখতে না পারলে টিকে থাকা কঠিন। এমন অনেক অভিনেতা অভিনেত্রীই আছেন যাঁরা একসময় যথেষ্ট জনপ্রিয় হলেও ধীরে ধীরে হারিয়ে গিয়েছেন টেলিপর্দা (Serial) থেকে।
টেলিভিশন (Serial) থেকে হারিয়ে গিয়েছেন অনেক অভিনেত্রী
অনেকে যেমন কাজ, সুযোগের অভাবে ধীরে ধীরে সরে গিয়েছেন ছোটপর্দা (Serial) থেকে, তেমনি আবার অনেকে স্বেচ্ছায়ও বিরতি বা অবসর নিয়েছেন অভিনয় থেকে। কেউ কেউ বিয়ের পর সরে গিয়েছেন লাইমলাইট থেকে, কেউ আবার বেছে নিয়েছেন অন্য পেশা। তবে তাঁদের অভিনয় দর্শকদের মনে রয়ে গিয়েছে আজও।
অভিনয় থেকে সরে গিয়েছেন নায়িকা: ছোটপর্দার এমনি একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন প্রিয়া মালাকার। একটা সময় দর্শকদের খুবই প্রিয় নায়িকা ছিলেন তিনি। মুখ্য চরিত্রের পাশাপাশি পার্শ্ব চরিত্রেও দর্শকদের মন জয় করেছিলেন প্রিয়া। গোয়েন্দা গিন্নি, ত্রিনয়নী, কন্যাদান এর মতো সিরিয়ালে (Serial) দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু প্রচুর খ্যাতি সত্ত্বেও একসময় তিনি সরে দাঁড়ান বিনোদুনিয়া থেকে।
আরো পড়ুন : পালাবদলের পরেই শুরু অ্যাকশন! কোনও ফাইল যাতে “আড়াল” না হয় সেজন্য সতর্ক দিল্লির সচিবালয়
বর্তমানে কী করছেন: স্বেচ্ছায় অভিনয় ছেড়েছেন প্রিয়া। বেছে নিয়েছেন সম্পূর্ণ ভিন্ন পেশা। গ্ল্যামার জগৎ ছেড়ে বর্তমানে হাইকোর্টের আইনজীবী হিসেবে প্র্যাকটিস করছেন তিনি। কিন্তু কেন এই সিদ্ধান্ত তাঁর? অভিনয় (Serial) জীবনের জনপ্রিয়তা ছেড়ে হঠাৎ আইনের পেশায় পা বাড়ালেন কেন তিনি? আসলে দীর্ঘদিন ধরেই আইনজীবী পূর্ণেন্দু শেখর ঘোষের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। সম্ভবত সেটাও একটি কারণ হতে পারে প্রিয়ার পেশা পরিবর্তনের।
আরো পড়ুন : দীর্ঘ ১২ বছর পর, জলসার পর্দায় নতুন করে ফিরছেন TRP টপার সিরিয়ালের জুটি
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি মিষ্টি পোস্ট করেন প্রিয়া। প্রেমিকের সঙ্গে ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘আজকে যে গোলাপ দিবস সেটা নাকি তিনি ভুলে গিয়ে বিশাল বড় অপরাধ করে ফেলেছেন(এটা আমার বক্তব্য নয়)। তাই দুপুরের খাবারের সময় না খেয়ে গোলাপ কিনতে ছুটলো নিউ মার্কেট। তাও আবার আজকের দিনে! যেখানে গতকাল গোলাপের দাম শুনে আমিও গোলাপ নিয়ে বিক্রি করতে বসে যাবো ভাবছিলাম। যাইহোক, এনে সেটা আমাকে দিয়ে কোনো মতে দু-একটা ছবি তুলে আবার কাজে ফিরে গেল। এই ছেলেকে পাগল ছাড়া আর কি বলবো! তবে এই গোলাপের তোড়ার পিছনের এক গুচ্ছ ভালোবাসাটা কিন্তু দৃশ্যমান।’