অসুস্থতার জেরে মাঝপথেই বিদায় সিরিয়াল থেকে, কামব্যাক নিয়ে বড় সুখবর দিলেন অভিনেত্রী

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : মানুষের নিত্যদিনের বিনোদনের যোগান দেওয়ার ক্ষেত্রে সিরিয়ালের (Serial) জুড়ি মেলা ভার। দর্শকদের পছন্দের কথা মাথায় রেখে বিভিন্ন চ্যানেলে নতুন নতুন ধারাবাহিক নিয়ে আসছেন নির্মাতারা। কিছু কিছু সিরিয়াল এর মধ্যেই দর্শকদের মনে আলাদা করে জায়গা করে নেয়। সেই সঙ্গে বিশেষ ভাবে নজর কাড়তে সক্ষম হন অনেক অভিনেতা অভিনেত্রীরাও।

জনপ্রিয় সিরিয়াল (Serial) থেকে বিদায় নেন অভিনেত্রী

কিছু কিছু ক্ষেত্রে প্রথম সিরিয়ালেই (Serial) দর্শকদের নজর কাড়তে সক্ষম হন অনেক অভিনেতা অভিনেত্রী। পরবর্তী কোনও সিরিয়ালে তাঁদের দেখার অপেক্ষায় থাকেন দর্শকরা। এমনই জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন অনুষ্কা গোস্বামী। ছোটপর্দার দর্শকদের অনেকেই তাঁকে চেনেন ‘বনি’ হিসেবে। গাঁটছড়া সিরিয়ালে (Serial) পার্শ্ব চরিত্রে অভিনয় করেই দর্শকদের নজর কেড়ে নিয়েছিলেন তিনি।

This serial actress opened up about coming back to television

মুখ্য চরিত্রে পান সুযোগ: পার্শ্ব চরিত্রে অভিনয় করেই পরবর্তী সিরিয়ালে সটান মুখ্য চরিত্রে সুযোগ পেয়ে যান অনুষ্কা। স্টার জলসাতেই ‘রোশনাই’ সিরিয়ালে (Serial) মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু বেশিদিন ওই সিরিয়ালে (Serial) থাকেননি তিনি। মাঝপথেই ধারাবাহিক ছেড়ে দেন অনুষ্কা। তারপর থেকে আর কোনও সিরিয়ালে দেখা যায়নি তাঁকে।

আরও পড়ুন : নামেই নিষেধাজ্ঞা, সরকারকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে দেদার মাছ ধরা, সঙ্কটে সমুদ্রের ইলিশ

কী জানালেন অভিনেত্রী: অনুষ্কা জানান, অসুস্থতার কারণেই সিরিয়াল (Serial) ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি। তবে সেটা নিতান্তই তাঁর ব্যক্তিগত। সে বিষয়ে তিনি কথা বলতে চান না বলেই জানান অভিনেত্রী। এখন তিনি সুস্থ, এবার কাজেও ফিরতে চান। যদিও কেউ এখনও সেভাবে যোগাযোগ করেনি বলে জানান তিনি।

আরও পড়ুন : অবশেষে ভোগান্তির অবসান, চালু হচ্ছে কবি সুভাষ মেট্রো স্টেশন, প্রকাশ্যে এল দিনক্ষণ

মাঝে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল, স্টার জলসাতেই নাকি একটি নতুন সিরিয়ালে কামব্যাক করছেন অনুষ্কা। যদিও পরে জানা যায়, সে খবর ভুয়ো। জল্পনা উড়িয়ে অনুষ্কা জানিয়েছেন, এখনও কোনও কাজে সই করেননি তিনি। তবে কাজে ফিরতে ইচ্ছুক অনুষ্কা।