দীর্ঘ ৮ বছর পর জুটিতে বাস্তবের তারকা দম্পতি, বিরাট সুখবর সিরিয়ালের জনপ্রিয় জুটির

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : ছোটপর্দার বিভিন্ন চ্যানেলে সিরিয়ালের (Serial) আনাগোনা লেগেই রয়েছে। পুরনো বেশ কিছু ধারাবাহিক বর্তমানে শেষের মুখে। নতুন আরও কিছু ধারাবাহিক শুরু হতে চলেছে খুব শীঘ্রই। সেই সঙ্গে বেশ কিছু অভিনেতা অভিনেত্রীরাও পা রাখছেন নিত্যনতুন সিরিয়ালে (Serial)। এমনই এক সেলেব দম্পতি এবার জুটি বাঁধতে চলেছেন অনস্ক্রিনে। তাও আবার দীর্ঘ ৮ বছর পর।

জুটিতে পর্দায় ফিরছেন সিরিয়ালের (Serial) জনপ্রিয় দম্পতি

কয়েক মাস আগেই শেষ হয়েছে স্টার জলসার ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’। এই সিরিয়ালেই গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল অভিনেতা রাহুল মজুমদারকে। ধারাবাহিকটি আচমকা শেষ হয়ে যাওয়ায় দুঃখ পেয়েছিলেন অনেক দর্শকই। তবে বেশিদিন অপেক্ষা করালেন না রাহুল। আবারও পর্দায় ফিরছেন তিনি। তাও আবার বাস্তবের জীবনসঙ্গীকে নিয়ে।

This serial couple is going to be seen in new movie

কোন চরিত্রে নায়ক: আবারও স্ত্রী প্রীতি বিশ্বাসের সঙ্গে বড়পর্দায় জুটি বাঁধছেন রাহুল। আগামীতে ‘হ্যাপি হ্যাপি ফ্যামিলি’ ছবিতে জুটিতে দেখা যাবে রাহুল প্রীতিকে। নতুন ছবির বিষয়ে অভিনেতা বলেন, হ্যাপি হ্যাপি ফ্যামিলি এমন একটি এজেন্সি যারা পরিবারের সমস্যা মেটায়। তাঁর চরিত্রটি ওই ফ্যামিলির একজন সদস্য।

আরও পড়ুন : আর বাকি তিন দিন, ডেডলাইনের মধ্যে এই কাজ না সারলে গুনতে হবে মোটা জরিমানা

কী বললেন অভিনেতা: স্ত্রীর সঙ্গে কাজ করার বিষয়ে রাহুল বলেন, প্রীতির সঙ্গে কাজ করা সবসময়ই তাঁর কাছে বাড়তি পাওনা। তবে মা হওয়ার পর প্রীতি নাকি ইতস্তত বোধ করছিলেন ক্যামেরার সামনে দাঁড়াতে। তবে রাহুল এবং প্রীতির (Serial) দাদাই নাকি জোর করেন তাঁকে অভিনয়ের জন্য। প্রীতির মতো তুখোড় অভিনেত্রীর সঙ্গে আবারও কাজ করতে পেরে উচ্ছ্বসিত রাহুল।

আরও পড়ুন : বাতিল একাধিক ট্রেন, যাত্রাপথে কাটছাঁট একগুচ্ছ লোকালের, কর্মব্যস্ত দিনে ভোগান্তির আশঙ্কা

রাহুল জানান, ছবির শুটিং শেষ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। পোস্টার এবং ট্রেলারও মুক্তি পাবে শীঘ্রই। আগামী বছরের শুরুর দিকেই ছবিটি মুক্তি পাবে বলে মনে করা হচ্ছে।