বাংলাহান্ট ডেস্ক : জি বাংলার বিভিন্ন সিরিয়ালে (Serial) রদবদল লেগেই রয়েছে। বছর ফুরোনোর আগেই লাইন দিয়ে শেষ হয়েছে একের পর এক ধারাবাহিক। বেশ কিছু নতুন সিরিয়াল জায়গা করে নিয়েছে চ্যানেলে। সেই সঙ্গে চলমান কিছু ধারাবাহিকের ক্ষেত্রে এসেছে পরিবর্তন। এর মধ্যে অন্যতম হল ‘তুই আমার হিরো’। এখনও এক বছরও হয়নি। এর মধ্যেই বদলে গেল ধারাবাহিকের নায়ক।
জি বাংলার ধারাবাহিকে (Serial) বড় বদল
সন্ধ্যা ছটায় জি বাংলায় সম্প্রচারিত হচ্ছে ‘তুই আমার হিরো’। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে রুবেল দাস এবং মোহনা মাইতিকে। তবে শাক্যজিৎ আরশির গল্পে সম্প্রতি এসেছে বড়সড় লিপ। আরশি যখন সন্তানসম্ভবা, তখনই তাদের পরিবারে নেমে আসছে বিরাট বিপর্যয়। জেলে যেতে হয় শাক্যজিৎকে।

কী চলছে গল্পে: সিরিয়ালের (Serial) সাম্প্রতিক প্রোমোতে দেখা গিয়েছে, ২৫ বছর পর জেল থেকে মুক্তি পেয়ে হন্যে হয়ে নিজের স্ত্রী সন্তানকে খুঁজছে শাক্যজিৎ। তখনই তার মুখোমুখি হয় মহাগৌরী। এই মহাগৌরীই হল শাক্যজিৎ আর আরশির মেয়ে, যে বর্তমানে একজন দুঁদে পুলিশ অফিসার। এই চরিত্রেও দেখা যাচ্ছে মোহনাকেই। তবে এখনও আরশিকে দেখানো হয়নি নতুন গল্পে। যদিও মনে করা হচ্ছে, দ্বৈত চরিত্রেই দেখা যাবে মোহনাকে।
আরও পড়ুন : দু’বার ব্যর্থতা, তৃতীয় চেষ্টায় বাজিমাত, মোটা মাইনের চাকরি ছেড়ে IAS হলেন বিশাখা
নতুন নায়ক কে: গল্পের নতুন মোড়ে এসেছে এক বড়সড় টুইস্ট। মহাগৌরীর বিপরীতে বদলে গিয়েছে নায়ক। রুবেল নয়, নতুন গল্পে মহাগৌরী ওরফে মোহনার বিপরীতে সিরিয়ালে দেখা যাবে অভিনেতা অরুণাভ দে। সাব ইন্সপেক্টরের চরিত্রে এই সিরিয়ালে দেখা যাবে তাঁকে। এই প্রথম বার তিনি পুলিশের চরিত্রে।
আরও পড়ুন : পরমব্রতর ছেলের জন্মদিনে বিশেষ অতিথি মুখ্যমন্ত্রী, খুদেকে কী দিলেন উপহারে?
সিরিয়ালের গল্পে টুইস্ট আসতেই অনেকে মনে করছেন, এবার সম্ভবত গল্পটা জগদ্ধাত্রীর মতো হয়ে যাবে। এ বিষয়ে নির্মাতারা এখনও কোনও মন্তব্য করেননি। আগামীতে ধারাবাহিকের গল্পে কী টুইস্ট আসে সেটাই দেখার অপেক্ষা।












