“বিদায়…”, স্লট বদলেও “নড়বড়ে” TRP, সিরিয়াল ছাড়লেন খোদ নায়ক

Published On:

বাংলাহান্ট ডেস্ক : চরম ওলটপালট অবস্থা সমগ্র টিআরপি তালিকায়। জি বাংলায় বেশ কিছু অদলবদল হতে চলেছে খুব শীঘ্রই। সিরিয়াল (Serial) শুরু আর বন্ধের খেলায় বেশ কিছু ধারাবাহিক পড়েছে বেকায়দায়। কারণ যে ধারাবাহিকের (Serial) টিআরপি কম হচ্ছে, সেগুলি নয় বন্ধ হয়ে যাচ্ছে, নয়তো স্লট বদল হচ্ছে। কিন্তু নতুন স্লটেও টিআরপি না উঠলে তখন বাস্তবিকই তা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়।

স্লট বদলেও দেখা নেই টিআরপির (Serial)

টিআরপি যে যেকোনো সিরিয়ালের (Serial) পক্ষে অত্যন্ত জরুরি, তা আর বলার অপেক্ষা রাখে না। যে ধারাবাহিকের (Serial) নম্বর বেশি, সেগুলিই টিকে থাকতে পারে চ্যানেলে। তাই টিআরপি বাড়াতে সবরকম ভাবেই চেষ্টা করে চলেছেন নির্মাতারা। কিন্তু নতুন নতুন চমক এনেও নম্বর বাড়াতে পারছে না কিছু কিছু ধারাবাহিক। পাল্লা দিয়ে বাড়ছে দর্শকদের চিন্তা।

This serial hero is leaving suddenly

বড় বার্তা দিলেন নায়ক: নতুন মেগার (Serial) ধাক্কায় ইতিমধ্যেই স্লট বদল হয়েছে দুই ধারাবাহিকের। রাত সাড়ে নটার স্লট থেকে সরিয়ে দশটা পনেরোয় ঠেলে দেওয়া হয়েছে এই ধারাবাহিককে (Serial)। সিরিয়ালে নতুন মোড় আসতে চলেছে। মা হতে চলেছে রাই। কিন্তু টিআরপির দেখা নেই। সাম্প্রতিক টিআরপি তালিকাতেও ৪.৫ নম্বর পেয়েছে মিঠিঝোরা। এবার এই সিরিয়াল নিয়ে বড় বার্তা দিলেন ‘শৌর্য’ ওরফে অভিনেতা সপ্তর্ষি রায়।

আরো পড়ুন : জমে উঠেছে TRP-র খেল, মাস ঘুরতেই চ্যানেল বদলে জি বাংলায় ফিরছেন জলসার এই অভিনেতা!

শেষ হচ্ছে মেগা: শৌর্যের (Serial) বেশ কিছু ছবির কোলাজ করে তিনি লিখেছেন, ‘ভালো থেকো শৌর্য, ভালোবাসায় থেকো। আবার আসিব ফিরে’। সিরিয়ালে শৌর্য চরিত্রটির শেষের খবর মিলতেই নানান মন্তব্য শুরু করেছেন দর্শকরা। অনেকেই লিখেছেন, শৌর্য চরিত্রটি ছাড়া মিঠিঝোরা (Serial) অসম্পূর্ণ। আবার কেউ কেউ শৌর্যর প্রতি রাইয়ের অবিচারের জন্য ক্ষোভ উগরে দিয়েছেন।

আরো পড়ুন : মৃত্যু দেখিয়েই শেষ গল্প! অন্তিম লগ্নে বড় “ধাক্কা” জি বাংলার জনপ্রিয় মেগায়

শৌর্যই প্রথমে ছিলেন মিঠিঝোরার মূল নায়ক। কিন্তু পরে তাঁকে সরিয়ে দেওয়া হয়। অনেকেই ক্ষোভ প্রকাশ করেছিলেন, শৌর্যকে যথেষ্ট গুরুত্ব না দেওয়ার জন্য। আর এর সঙ্গেই আরো একবার গুঞ্জন শোনা যাচ্ছে এই সিরিয়ালের শেষ হওয়া নিয়ে। তবে এখনো এ বিষয়ে নির্মাতারা কোনো মন্তব্য করেননি।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর

X