এখনই শেষ নয়, আবারও স্লট বদল! ধুঁকতে থাকা TRP টানতে “হুঁশ ওড়ানো” প্রোমো জি এর সিরিয়ালে

বাংলাহান্ট ডেস্ক : জল্পনা চলছিল অনেকদিন ধরেই। এমনকি নায়িকার পোস্টেও অন্য রকম ইঙ্গিত পেয়েছিলেন দর্শকরা। টিআরপি তলানিতে থাকায় সিরিয়াল (Serial) শেষ হয়ে যাবে, এমনটাই ভেবেছিলেন অনেকে। এমনকি গল্পের পরিস্থিতি দেখে অনেকে চেয়েওছিলেন যে ধারাবাহিক শেষ হয়ে যাক। কিন্তু দর্শকরা চাইলেন এক, আর হল আরেক।

টিআরপি কমলেই শেষ হয় সিরিয়াল (Serial)

এমনিতে ছোটপর্দায় সিরিয়ালগুলি (Serial) সাধারণত দর্শকদের মর্জিতেই চলে। কারণ টিআরপিও যে দেন তারাই। দর্শকরা মুখ ফেরালে যে পরিণতি হতে পারে তা সকলের জানাই। গল্প (Serial) পছন্দ করলে তিন বছর পরেও যেমন তা টিআরপি লিস্ট কাঁপাতে পারে, তেমনি আবার দর্শকদের গল্প পছন্দ না হলে কয়েক মাসেই শেষ হয়ে যেতে পারে ধারাবাহিক।

This serial is bringing new track

বন্ধ হচ্ছে মালা বদল: এর আগে টিআরপি কম থাকায় ইতি টানা হয়েছিল একাধিক সিরিয়ালে (Serial)। জি বাংলার ‘মালা বদল’ ধারাবাহিকটি যেমন বন্ধের খবর মিলেছে সম্প্রতি। জানা গিয়েছে, ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে মালা বদল সিরিয়ালের (Serial) শুটিং। আগামী ২৮ শে ফেব্রুয়ারিই নাকি শেষ সম্প্রচার হতে চলেছে ধারাবাহিকের। উল্লেখ্য, প্রথম থেকেই সিরিয়ালটি (Serial) টিআরপিতে পিছিয়ে ছিল।

আরো পড়ুন : TRP ধরতে “বাম্পার” চমক! জলসার নতুন সিরিয়ালে এন্ট্রি জি বাংলার নায়িকার

নতুন টুইস্ট আসছে গল্পে: এই সাত মাসে প্রথম পাঁচ তো দূরের কথা, সেরা দশের তালিকাতেও জায়গা পায়নি। তবে বেশ কিছুদিন আগে সিরিয়াল (Serial) বন্ধের গুঞ্জনে নায়িকা দাবি করেছিলেন, এখনো অনেক গল্প বলা বাকি। কিন্তু মাত্র ৭ মাসেই গল্প শেষ হল সিরিয়ালের। মালা বদলের ফেলে যাওয়া স্লটেই পাঠানো হচ্ছে মিঠিঝোরাকে। অথচ বেশ অনেকদিন ধরেই এই সিরিয়ালটি (Serial) শেষের গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে শেষ হওয়া তো দূর, ইতিমধ্যে গল্পের নতুন ট্র্যাকের আভাসও পাওয়া গিয়েছে।

আরো পড়ুন : “মহাকুম্ভে মহা চমক”! টপার মেগায় “জবরদস্ত” টুইস্ট জি বাংলার, প্রোমোতেই ঘুরে গেল খেলা

চ্যানেলের তরফে শেয়ার করা পোস্টে দেখা গিয়েছে, বিয়ের পর হানিমুনে জঙ্গলে বেড়াতে গিয়েছে রাই এবং অনির্বাণ। সেখানে গিয়েই হাতির মুখে পড়ে অনির্বাণ। জি বাংলার তরফে শেয়ার করা ছবিতে দেখা যায়, ক্ষতবিক্ষত হয়ে পড়ে রয়েছে অনির্বাণ। তবে কি শেষে স্বামীহারা হতে হবে রাইকে? কোন দিকে মোড় নেবে তার ভাগ্য? আগামীতে যে নতুন চমক আসতে চলেছে তেমনটাই মনে করছেন দর্শকরা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর