TRP তালিকায় নাম নেই, নতুন মেগার কোপে পরপর দুই সিরিয়াল বন্ধ জি বাংলায়

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বিভিন্ন চ্যানেলের ক্ষেত্রে অদলবদল লেগেই রয়েছে। একদিকে যেমন পুরনো সিরিয়াল (Serial) শেষ হচ্ছে, তেমনই শুরু হচ্ছে বেশ কিছু নতুন ধারাবাহিক। আর এই নতুন সিরিয়ালগুলির জন্য শেষ হয়ে যাচ্ছে পুরনো বেশ কিছু মেগা সিরিয়াল। জি বাংলায় বিভিন্ন সিরিয়ালের সময় অদলবদল হতে চলেছে নতুন ধারাবাহিকের জন্য।

জি বাংলায় শুরু হচ্ছে নতুন সিরিয়াল (Serial)

জি বাংলায় বেশ কিছু সিরিয়াল শুরু হতে চলেছে খুব শীঘ্রই। এর মধ্যে অন্যতম হল ‘তারে ধরি ধরি মনে করি’। আগেই প্রকাশ্যে এসেছিল সিরিয়ালের প্রোমো। এবার সামনে এল সম্প্রচারের দিনক্ষণ। আর এই সিরিয়ালের সময় সামনে আসতেই কার্যত শোরগোল পড়ে গেল টেলিপাড়ায়। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল কোন সিরিয়াল (Serial) শেষ হবে তা নিয়ে। অবশেষে হল জল্পনার অবসান।

This serial is ending because of new mega in zee bangla

কোন মেগার উপর কোপ: নতুন মেগার কোপে শেষমেশ বন্ধ হতে বসেছে ‘জগদ্ধাত্রী’। আগেই স্লটহারা হয়েছে এই সিরিয়াল। এবার জানা গেল চিরতরে বন্ধ হয়ে যেতে চলেছে জগদ্ধাত্রী। এই মুহূর্তে জি বাংলার সবথেকে পুরনো মেগা জগদ্ধাত্রী। কিন্তু তিন বছর পার করে অবশেষে বন্ধ হতে বসেছে ধারাবাহিকটি।

আরও পড়ুন : গম্ভীরের কারণেই দুর্দশা বাড়ছে টিম ইন্ডিয়ার? T20 বিশ্বকাপের আগে বাজছে বিপদের ঘণ্টা

কোন সময়ে আসছে নতুন মেগা: চ্যানেলের ঘোষণা অনুযায়ী, আগামী ১৫ ডিসেম্বর থেকে সন্ধ্যা সাড়ে সাতটার স্লটে আসতে চলেছে নতুন মেগা ‘তারে ধরি ধরি মনে করি’। জগদ্ধাত্রীর (Serial) স্লট বদলের পর নতুন স্লট দেওয়া হয়েছিল সন্ধ্যা সাড়ে সাতটায়। নতুন মেগার সময় দেখে তাই অনেকেই আশঙ্কা করেছিলেন, জগদ্ধাত্রী সম্ভবত শেষ হতে বসেছে। সেই আশঙ্কাটাই হল সত্যি।

আরও পড়ুন : বিশ্বের দীর্ঘতম এবং শক্তিশালী হাইড্রোজেন ট্রেন, ‘আত্মনির্ভরতা’র দিকে বড় পদক্ষেপ ভারতীয় রেলের

গত ১১ ডিসেম্বরই শেষ শুটিং করেছে জগদ্ধাত্রীর টিম। সিরিয়াল শেষের খবরে মন ভারাক্রান্ত অনেকেরই। তবে শুধু জগদ্ধাত্রী নয়, ইতিমধ্যেই শেষ হয়েছে আরও একটি ধারাবাহিক। কিছুদিন আগেই পথচলা শেষ হয়েছে জি বাংলার আরেক মেগা ‘ফুলকি’র। পরপর দুই সিরিয়াল শেষ হওয়ায় জি বাংলার টাইম স্লটে যে বড়সড় রদবদল আসবে তা বলাই বাহুল্য।