দর্শকদের ভয়টাই সত্যি হল, নতুন মেগাকে জায়গা দিতে বিদায় নিল এই সিরিয়াল!

বাংলাহান্ট ডেস্ক : সিরিয়াল (Serial) শুরু হলে তার শেষ থাকবেই। একথা তো মেনে নিতেই হবে। তবুও এক একটি ধারাবাহিক দর্শকদের মনের এতটাই কাছাকাছি চলে যায় যে তাদের বিদায় দিতে একেবারেই মন চায় না কারোরই। কিন্তু ছোটপর্দায় বদলটাই সত্যি। একেরপর এক নতুন সিরিয়াল এসে চলেছে বিভিন্ন চ্যানেলে। আর তাদের জন্য স্লট খালি করতে সরতেই হচ্ছে পুরনোদের।

শেষ হচ্ছে জনপ্রিয় সিরিয়াল (Serial)

এক্ষেত্রে টিআরপির ভূমিকা না বললেই নয়। নম্বর বেশি থাকলে কোপের হাত থেকে বেঁচে যায় অনেক সিরিয়াল (Serial)। এমনকি বছরের পর বছর ধরে চললেও টিআরপি এনে দিলে সহজে হাত দেওয়া যায় না সেই সব সিরিয়ালে। কিন্তু নম্বর কমে গেলে, পুরনো হোক বা নতুন, কোপ পড়ার সম্ভাবনা বেড়ে যায়।

This serial is ending for new mega

দর্শকদের আশঙ্কাই সত্যি: বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল একটি ধারাবাহিক (Serial) নিয়ে। আসলে টিআরপি কম থাকায় সিরিয়ালটি শেষ করে দেওয়া হতে পারে বলেই কানাঘুষো শোনা যাচ্ছিল। শেষমেষ দর্শকদের সেই ভয়টাই হত সত্যি। নতুন ধারাবাহিককে (Serial) জায়গা দিতেই এবার শেষ করে দেওয়া হল পুরনো সিরিয়ালের গল্প।

আরো পড়ুন : সিরিয়ালের মাঝেই নায়িকার মুখবদল, গল্প ফুরোতেই ফের জলসায় ফিরছেন অভিনেত্রী

কখন আসবে নতুন মেগা: খুব শীঘ্রই সান বাংলায় শুরু হতে চলেছে নতুন সিরিয়াল (Serial) ‘পুতুল TTP’। ইতিমধ্যেই এসে গিয়েছে প্রোমো। সঙ্গে ঘোষণা করা হয়েছে সম্প্রচার শুরুর দিনক্ষণও। তখন থেকেই চলছিল জল্পনা। আসলে আগামী ২৪ শে ফেব্রুয়ারি থেকে সন্ধ্যা সাতটার স্লটে আসছে এই নতুন সিরিয়াল (Serial)। ওই সময়ে দেখা যেত ‘বসু পরিবার’। তাই নতুন মেগাকে জায়গা দিতে শেষ করে দেওয়া হল এই ধারাবাহিকটি।

আরো পড়ুন : সর্বনাশ! সব ঠিক হয়েও গণ্ডগোল, আসন্ন সিরিয়াল থেকে বাদ পড়লেন নায়িকা

প্রথম দিকে বেশ দর্শক টেনেছিল বসু পরিবার। বিশেষ করে দীপ্তেশ আর নীলুর রসায়ন সিরিয়ালের (Serial) জনপ্রিয়তা আরো বাড়িয়ে তুলেছিল। নায়ক নায়িকার অভিনয় বেশ উপভোগ করেছেন দর্শকরা। কিন্তু ধীরে ধীরে কমেছে টিআরপি। সেই কারণেই সিরিয়ালটি শেষ করে দেওয়া হয়েছে বলেই শোনা যাচ্ছে। এবার পুতুল TTP কেমন টিআরপি তুলতে পারে সেটাই দেখার।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর