TRP গড়িয়ে তলানিতে, বছর ঘুরতেই শেষ হচ্ছে এই সিরিয়াল!

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : একদিকে যেমন নতুন সিরিয়াল (Serial) শুরু হচ্ছে তেমনই পুরনো ধারাবাহিক শেষও হয়ে যাচ্ছে বিভিন্ন চ্যানেলে। জি বাংলায় নতুন দুটি সিরিয়াল শুরু হতে চলেছে। সেই কোপ কোন মেগাগুলির ঘাড়ে পড়বে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। এর মাঝেই গুঞ্জন শোনা গেল, আরও এক ধারাবাহিক (Serial) বন্ধ হতে চলেছে স্টার জলসায়।

ফের শেষ হচ্ছে আরেক সিরিয়াল (Serial)

বর্তমানে মাত্র কয়েক মাসেই শেষ হয়ে যাচ্ছে একের পর এক সিরিয়াল। টিআরপির অভাবে কম সময়েই পাততাড়ি গোটাতে হচ্ছে ধারাবাহিকগুলিকে। ইতিমধ্যেই দুটি সিরিয়ালের (Serial) প্রোমো সামনে এসেছে জি বাংলায়। প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের কন্যা সাইনা এবার মুখ্য চরিত্রে পা রাখছেন ধারাবাহিকে।

This serial is ending in star jalsha

নতুন মেগা শুরু হতে চলেছে: বড়সড় চমক দিয়ে সামনে এসেছে আরও এক নতুন ধারাবাহিকের প্রথম ঝলক। পিছিয়ে নেই স্টার জলসাও। । ‘লক্ষ্মী ঝাঁপি’ শুরু হয়েছে এই চ্যানেলে।একই সঙ্গে আজ একটি ধারাবাহিক বষ্শৈল গুঞ্জন জোরালো হয়েছে! শোনা যাচ্ছে, ‘তেঁতুলপাতা’ ধারাবাহিকটি (Serial) এবার শেষ হতে চলেছে।

আরও পড়ুন : মাত্র ৫ টাকা থেকে শুরু ভাড়া! মেট্রোয় বিমানবন্দর থেকে রুবি-শিয়ালদা যেতে কত খরচ? রইল সম্পূর্ণ তালিকা

কোন সিরিয়াল শেষ হচ্ছে: সিরিয়ালের (Serial) নতুন মোড়ে আরও কাছাকাছি এসেছেন নায়ক নায়িকা। তবে জল্পনা বলছে, আর কয়েকদিনের মধ্যেই নাকি ইতি টানা হবে গল্পে। উল্লেখ্য, সদ্য এক বছর পূর্ণ করেছিল তেঁতুলপাতা আর তার পরেই সিরিয়াল শেষের গুঞ্জনে বিমর্ষ সদস্যরা! নায়ক গৌরব চট্টোপাধ্যায় নাকি ইতিমধ্যেই আসন্ন মেগায় অভিনয়ের সুযোগ পেয়েছেন। যদিও পরে জানা যায়, খবরটি মিথ্যে ছিল।

আরও পড়ুন : সারাজীবন নিখরচায় ট্রেনে সফর করতে পারেন রেলকর্মী ও তাঁদের পরিবার? কী কী শর্ত মানতে হয়?

প্রসঙ্গত, স্টার জলসায় শুরু হয়েছে লক্ষ্মীঝাঁপি। গত ৩০ শে জুলাই থেকে স্টার জলসায় শুরু হয়েছে ‘লক্ষ্মী ঝাঁপি’। সন্ধ্যা সাড়ে ছটার স্লটে শুরু হয়েছে ধারাবাহিকটি। অন্যদিকে সরোজিনীকে সরিয়ে সেই জায়গায় অর্থাৎ সাড়ে পাঁচটায় গিয়েছে গীতা এলএলবি।