বাংলাহান্ট ডেস্ক : নিত্যনতুন সিরিয়ালের (Serial) দাপটে বদলে যাচ্ছে সমস্ত চ্যানেলের স্লট। নতুন ধারাবাহিক শুরু হতে চলেছে প্রায় সব সিরিয়ালেই। ইতি মধ্যে বেশ কয়েকটি নতুন সিরিয়ালের প্রোমো সামনে এসেছে। আরো বেশ কয়েকটি নতুন সিরিয়াল (Serial) শুরু হওয়ার গুঞ্জনও শোনা যাচ্ছে। আপাতত নতুন সিরিয়ালগুলির সম্ভাব্য স্লট নিয়ে চলছে জল্পনা।
শুরু হতে চলেছে একগুচ্ছ নতুন মেগা (Serial)
জি বাংলা থেকে স্টার জলসা, টিআরপির লড়াইয়ে টিকে থাকতে নতুন নতুন ধারাবাহিক (Serial) আনছে দুই চ্যানেলই। একদিকে স্টার জলসায় যেমন শুরু হতে চলেছে ‘পরশুরাম আজকের নায়ক’, তেমনি অন্যদিকে জি বাংলার পর্দায় আসছে দু দুটি নতুন মেগা (Serial)। ‘চিরদিনই তুমি যে আমার’ এবং ‘দুগ্গামণি ও বাঘমামা’ দুই সিরিয়ালেরই প্রোমো সামনে এসেছে।
সামনে এল নতুন স্লট: এর মধ্যে দুগ্গামণির সম্প্রচার শুরুর দিনক্ষণও ঘোষণা করা হয়েছে চ্যানেলের তরফে। আগামী ৩ রা মার্চ থেকে রাত সাড়ে নটায় সম্প্রচারিত হবে এই নতুন সিরিয়াল (Serial)। এদিকে, 8ওই সময় বর্তমানে দেখা যাচ্ছে ‘মিঠিঝোরা’। এমতাবস্থায় প্রশ্ন উঠছিল, তবে কি মিঠিঝোরা শেষ হয়ে যাবে, নাকি নতুন স্লট দেওয়া হবে? নতুন স্লট দেওয়া হলেও সেটা কোন সময়ে?
আরো পড়ুন : প্রিয় বর-বউ থেকে সেরা জুটি, “পরিবার অ্যাওয়ার্ড”এ ২২ টি পুরস্কার পেয়ে “রেকর্ড” জলসার টপার মেগার!
কখন দেখা যাবে সিরিয়াল: অবশেষে মিলল উত্তর। চ্যানেলের তরফেই জানিয়ে দেওয়া হয়েছে মিঠিঝোরার নতুন টাইম স্লট। তবে খুব বেশি রদবদল হয়নি। সাড়ে নটার থেকে সরিয়ে রাত দশটা পনেরোয় পাঠানো হয়েছে মিঠিঝোরাকে (Serial)। এদিকে এই সময় দেখা যাচ্ছে ‘মালাবদল’। তবে বেশ অনেকদিন ধরেই সিরিয়ালটি শেষের গুঞ্জন শোনা যাচ্ছে। এমতাবস্থায় মালাবদল শেষ হবে নাকি একেও নতুন স্লটে দেওয়া হবে তা এখনো স্পষ্ট নয়।
আরো পড়ুন : মোদীর “আত্মনির্ভর ভারত” গড়ল ইতিহাস! প্রথমবারের মতো আমেরিকা কিনতে চলেছে এই দেশীয় অস্ত্র
মিঠিঝোরার ক্ষেত্রে ফের নতুন ট্র্যাক শুরু হতে চলেছে গল্পে। সদ্য পুনর্মিলন হয়েছে রাই অনির্বাণের। একসঙ্গে মধুচন্দ্রিমায় গিয়ে হাতির মুখে পড়ে তারা। একটু সুখের মুখ দেখতে না দেখতে আবার কোন বিপদে পড়বে রাই সেটাই দেখা যাবে নতুন স্লটে।