রাতারাতি বদলে গেল দুই নায়িকা! ফের নতুন মুখের এন্ট্রি জলসার জনপ্রিয় সিরিয়ালে

Published On:

বাংলাহান্ট ডেস্ক : যেকোনো সিরিয়ালের (Serial) ক্ষেত্রেই টিআরপি যে কতটা গুরুত্বপূর্ণ তা আর নতুন করে বলার প্রয়োজন পড়ে না। টিআরপিই সিরিয়ালের (Serial) চালিকাশক্তি। দর্শক না থাকলে সাধারণত টানা হয় না সেই ধারাবাহিক। ফলস্বরূপ বর্তমানে বিভিন্ন চ্যানেলে প্রায়ই কোনো না কোনো সিরিয়ালের (Serial) বন্ধের খবর আসে। নম্বর কমে গেলেই একটা সময় পর সেই ধারাবাহিক শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন নির্মাতারা।

সিরিয়াল (Serial) পুরনো হলেও উঠছে টিআরপি

ব্যতিক্রম যে নেই, এমনটা নয়। কয়েক মাসের মধ্যে সিরিয়াল (Serial) বন্ধ হওয়ার যুগে কিছু কিছু ধারাবাহিক কয়েক বছর টেনে দেয়, তাও আবার ভালো টিআরপি নিয়ে। জি বাংলার ‘জগদ্ধাত্রী’ই এর বড় উদাহরণ। লাগাতার প্রায় তিন বছর ধরে ভালো ফল করে আসছে এই ধারাবাহিক (Serial)। এমনকি শেষ টিআরপি তালিকায় এক লাফে দ্বিতীয় স্থানে উঠে এসেছে এই সিরিয়াল।

This serial took a leap again and changed actress

ফের বদলেছে গল্প: অন্যদিকে আবার এমন কিছু কিছু সিরিয়ালও (Serial) রয়েছে যেগুলি যথেষ্ট পুরনো। টিআরপিও ঠেকেছে তলানিতে। তবুও দিব্যি রমরমিয়ে চলছে ধারাবাহিক। আর এ প্রসঙ্গ উঠলে স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’র কথা না বললেই নয়। ৯৭৫ পর্ব পেরিয়ে আবারো লিপ নিয়ে এই সিরিয়াল (Serial)। এক ধাক্কায় ফের কয়েক বছর এগিয়ে গিয়েছে সিরিয়াল। নতুন প্রোমোতে দেখা গিয়েছে, প্রৌঢ় হয়ে গিয়েছে সূর্য দীপা। বড় হয়ে গিয়েছে সোনা রূপা।

আরো পড়ুন : নায়ক ছেড়েছেন আগেই, আজই শেষ শুট, বিদায় নিচ্ছে জি বাংলার “টপার” মেগা

কারা এলেন নতুন এন্ট্রি হয়ে: এতদিন কিশোরী সোনা রূপার ভূমিকায় দেখা যেত দেবপ্রিয়া বসু এবং সাইনা চট্টোপাধ্যায়কে। কিন্তু সিরিয়ালের (Serial) গল্প এগোতেই বাদ পড়লেন তাঁরা। এবার থেকে বসু এবং সাইনা চট্টোপাধ্যায়কে। কিন্তু সিরিয়ালের (Serial) গল্প এগোতেই বাদ পড়লেন তাঁরা। এবার থেকে সোনার চরিত্রে দেখা যাবে নিশা পোদ্দার এবং রূপার চরিত্রে দেখা যাবে সংহতি বন্দ্যোপাধ্যায়কে।

আরো পড়ুন : সিরিয়ালেও এবার “সিচুয়েশনশিপ”! “Gen Z” দর্শক টানতে দুরন্ত টুইস্ট জি বাংলার মেগায়

প্রোমোতে দেখা গিয়েছে, প্রৌঢ় সূর্য এখন হুইলচেয়ারে। দীপা নিজের রেস্তোরাঁ নিয়ে ব্যস্ত। সোনা বাবা মায়ের কাছেই রয়েছে। কিন্তু হারিয়ে গিয়েছে রূপা। এক মন্দিরে আশ্রিতা সে। নাড়ির টানে রূপার সঙ্গে আবারো দেখা হবে কিনা দীপার সেটাই উঠে আসবে এই নতুন মোড়ে।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর

X