বাংলা হান্ট ডেস্ক: ক্রেডিট কার্ড (Credit Card) ব্যবহারকারীদের জন্য এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এমতাবস্থায়, আপনিও যদি ক্রেডিট কার্ড ব্যবহার করেন সেক্ষেত্রে এই প্রতিবেদনটি নিঃসন্দেহে আপনার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। মূলত, যাঁরা ক্রেডিট কার্ড ব্যবহার করার মাধ্যমে বাড়ি ভাড়া অর্থাৎ হাউস রেন্ট দেন তাঁরা বড় ধাক্কা পেতে চলেছেন। RBI ক্রেডিট কার্ডের নিয়ম সংশোধন করেছে। যার ফলে ক্রেডিট কার্ড ব্যবহার করে আর বাড়ি ভাড়া দেওয়া যাবে না। ফিনটেক সংস্থা PhonePe, Paytm এবং Cred-ও ক্রেডিট কার্ডের মাধ্যমে ভাড়া দেওয়ার পরিষেবা বন্ধ করে দিয়েছে।
ক্রেডিট কার্ডের (Credit Card) পরিষেবায় পরির্বতন:
উল্লেখ্য যে, প্রায়শই দেখা যায়, ব্যবহারকারীরা ভাড়া দেওয়ার জন্য PhonePe এবং Paytm-এর মতো অ্যাপ ব্যবহার করেন। আবার কেউ কেউ এই ফিচার ব্যবহার করে ভাড়া দেওয়ার পরিবর্তে তাঁদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে। তবে, এখন এই পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এমতাবস্থায়, ব্যবহারকারীরা কেবল সেইসব বাড়িওয়ালাদের ক্রেডিট কার্ডের (Credit Card) মাধ্যমে ভাড়া দিতে পারবেন যাঁরা KYC-এর মাধ্যমে ব্যবসায়ী হিসেবে নিজেদের রেজিস্টার্ড করেছেন। RBI-র এই নতুন নিয়মের অর্থ হল, যেকোনও ভাবেই ক্রেডিট কার্ডের অপব্যবহার বন্ধ করতে হবে।
কেন এই সিদ্ধান্ত নেওয়া হল: আসলে, ক্রেডিট কার্ড ব্যবহার করে ভাড়া পরিশোধ দ্রুত বৃদ্ধি পাচ্ছিল। ব্যবহারকারীরা এর অপব্যবহার করে প্রিয়জনের কাছে টাকা পাঠাচ্ছিলেন এবং তারপর সেই অর্থ ক্যাশব্যাক ও রিওয়ার্ড পয়েন্ট অর্জনের জন্য অন্য উদ্দেশ্যে এটি ব্যবহার করছিলেন। কিন্তু এখন, নতুন নিয়ম অনুসারে, আপনি কেবল রেজিস্টার্ড ব্যবসাগুলিতে ক্রেডিট কার্ডের (Credit Card) মাধ্যমে অর্থ প্রদান করতে পারবেন। এর অর্থ হল রেজিস্টার্ড নয় এমন সমস্ত বাড়িওয়ালার ক্ষেত্রে পেমেন্ট বন্ধ করে দেওয়া হবে।
আরও পড়ুন: Jio-Airtel-এর উড়বে ঘুম! চলতি বছরেই আসছে BSNL 5G, কোন কোন শহরে শুরু হবে পরিষেবা?
নতুন নিয়মের অধীনে, পেমেন্ট অ্যাপগুলিকে এখন ক্রেডিট কার্ডের (Credit Card) মাধ্যমে অর্থ প্রদানের অনুমতি দেওয়ার আগে বাড়িওয়ালার ব্যাঙ্ক অ্যাকাউন্টে KYC প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নির্দেশিকায় বলা হয়েছে যে, সমস্ত পেমেন্ট অ্যাগ্রিগেটরদের অবশ্যই তাদের সঙ্গে যুক্ত প্রত্যেক মার্চেন্টের গ্রাহক যাচাইকরণ পরিচালনা করতে হবে। এটি কেন্দ্রীয় KYC রেজিস্ট্রি, মার্চেন্ট KYC, অথবা একটি যথাযথ ভেরিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে করা যেতে পারে।
আরও পড়ুন: ২ ঘন্টায় মুম্বাই থেকে আহমেদাবাদ! ২০২৭-এর কোন মাসের মধ্যে শুরু বুলেট ট্রেন চলাচল? জানালেন রেলমন্ত্রী
এর প্রভাব কী হবে: ফিনটেক অ্যাপে ক্রেডিট কার্ড (Credit Card) ব্যবহার করে ভাড়া পরিশোধ আর করা যাবে না। যার ফলে রিওয়ার্ড পয়েন্ট এবং সুদমুক্ত ক্রেডিটের মতো সুবিধাগুলি মিলবে না। অনেকেই তাঁদের সঞ্চয় তাৎক্ষণিকভাবে অ্যাক্সেস না করেই ভাড়া পরিশোধের জন্য ক্রেডিট কার্ডের ওপর নির্ভর করতে। কিন্তু এই পরিষেবা এখন বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ, এবার ভাড়াটেদের অন্যান্য বিকল্পের মাধ্যমে অর্থ প্রদান করতে হবে। যার মধ্যে রয়েছে UPI ট্রান্সফার, ব্যাঙ্কের মাধ্যমে NEFT, RTGS, অথবা IMPS চেক।