২৬ কিমিরও বেশি মাইলেজ! সবাইকে টেক্কা দিল Maruti Suzuki-র এই সেভেন-সিটার! হু হু করে হচ্ছে বিক্রি

Published on:

Published on:

This seven-seater from Maruti Suzuki beats everyone.

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় বাজারে প্রতিমাসেই মারুতি সুজুকির (Maruti Suzuki) হাজার হাজার গাড়ি বিক্রি হয়। শুধু তাই নয়, সময়ের সাথে তাল মিলিয়ে গ্রাহকদের জন্য যুগোপযোগী গাড়ি নিয়ে আসছে এই সংস্থা। ঠিক এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছেন। মূলত, মারুতি সুজুকির (Maruti Suzuki) ৭ সিটার সেগমেন্টের জনপ্রিয় গাড়ি Ertiga হু হু করে বিক্রি হচ্ছে।

হু হু করে বিক্রি হচ্ছে Maruti Suzuki Ertiga:

পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে, ২০২৫ সালের প্রথমার্ধে অর্থাৎ জানুয়ারি থেকে জুনের মধ্যে ৭ সিটার সেগমেন্টে Maruti Suzuki Ertiga সর্বাধিক বিক্রি হওয়া গাড়ি হিসেবে বিবেচিত হয়েছে। ওই নির্দিষ্ট সময়ের মধ্যে মোট ৯১,৯৯১ ইউনিট Maruti Suzuki Ertiga বিক্রি হয়েছে। এই পরিসংখ্যানে বার্ষিক ৪ শতাংশের বৃদ্ধি ঘটেছে।

This seven-seater from Maruti Suzuki beats everyone.

অর্থাৎ, ঠিক ১ বছর আগে ওই নির্দিষ্ট সময়ের মধ্যে, Maruti Suzuki Ertiga-র বিক্রির সংখ্যা ছিল ৮৮,৩৭৮ জন ইউনিট। এমতাবস্থায়, আপনিও যদি সম্প্রতি একটি ৭ সিটার সেগমেন্টের গাড়ি নিতে চান সেক্ষেত্রে Maruti Suzuki Ertiga আপনার জন্য একটি ভালো বিকল্প হতে পারে। বর্তমান প্রতিবেদনে আজ আমরা, এই গাড়ির ফিচার্স, পাওয়ারট্রেন এবং দাম সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

আরও পড়ুন: মাত্র ২.৫ ঘণ্টায় যাওয়া যাবে ১,০০০ কিমি! জাপানের দ্রুততম বুলেট ট্রেন চলবে ভারতে, কবে শুরু পরিষেবা?

Maruti Suzuki Ertiga-র পাওয়ারট্রেন: জানিয়ে রাখি যে, Maruti Suzuki Ertiga-তে মাইল্ড হাইব্রিড টেকনোলজি সহ ১.৫-লিটারের ডুয়ালজেট পেট্রোল ইঞ্জিন রয়েছে। এ গাড়ির ইঞ্জিনটি সর্বোচ্চ ১০৩ bhp শক্তি এবং ১৩৬.৮ Nm সর্বোচ্চ টর্ক উৎপন্ন করতে সক্ষম। Maruti Suzuki Ertiga পেট্রোল ম্যানুয়াল ভেরিয়েন্টে প্রতি লিটারে ২০.৫১ কিমি, পেট্রোল অটোমেটিক ভেরিয়েন্টে প্রতি লিটারে ২০.৩ কিমি এবং সিএনজি পাওয়ারট্রেনে ২৬.১ কিমির মাইলেজ উপলব্ধ করে। এছাড়াও, গ্রাহকদের জন্য Maruti Suzuki Ertiga CNG পাওয়ারট্রেনের বিকল্পও উপলব্ধ রয়েছে।

আরও পড়ুন: লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে উঠবে ক্রিকেটের ঝড়! সামনে এল শিডিউল, কবে হবে গোল্ড মেডেল ম্যাচ?

Maruti Suzuki Ertiga-র দাম: প্রসঙ্গত উল্লেখ্য যে, এই গাড়ির ইন্টেরিয়রে অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে কানেক্টিভিটি সাপোর্টে সক্ষম ৭ ইঞ্চির স্মার্টপ্লে টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম থেকে শুরু করে ক্রুজ কন্ট্রোল সহ অটো এসির মতো ফিচার্স রয়েছে।এছাড়াও, নিরাপত্তার দিক থেকে Maruti Suzuki Ertiga-তে ডুয়াল এয়ারব্যাগ থেকে শুরু করে ABS প্রযুক্তি, ব্রেক অ্যাসিস্ট এবং রিয়ার পার্কিং সেন্সরের মতো ফিচার্সও রয়েছে। জানিয়ে রাখি যে, Maruti Suzuki Ertiga-র প্রারম্ভিক এক্স-শোরুম মূল্য ৮.৬৯ লক্ষ টাকা থেকে শুরু হয়। পাশাপাশি, টপ মডেলের দাম হয় ১৩.২৬ লক্ষ টাকা পর্যন্ত।