Ekchokho.com 🇮🇳

‘গোমাংস খাদক কিনা ভগবান রামের চরিত্রে!’ তুমুল সমালোচনার মুখে রণবীরের ঢাল হলেন এই গায়িকা

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : আবারও বড়পর্দায় রামায়ণ নিয়ে আসতে চলেছে বলিউড। এর আগেও একাধিক বার এই মহাকাব্য নিয়ে ছবি, অ্যানিমেটেড সিরিজ, টেলিভিশন সিরিয়াল হয়েছে। তবে এবারে তা আরও বড় আকারে আসতে চলেছে। রিপোর্ট মানলে, বলিউডের এযাবৎ সবথেকে বড় বাজেটের ছবি হতে চলেছে এটি। কিন্তু প্রথম ঝলক মুক্তি পেতে না পেতেই আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে বিতর্ক। রণবীর কাপুরকে (Ranbir Kapoor) রামচন্দ্র হিসেবে মানতে নারাজ নেটিজেনদের একটা বড় অংশ।

রামায়ণে রাম হওয়ায় সমালোচনার মুখে রণবীর (Ranbir Kapoor)

রণবীরকে (Ranbir Kapoor) নিয়ে বিতর্ক কম নেই। একে তো তাঁর অতীত নিয়ে কম কাহিনি নেই বলিউডে। নারী সঙ্গের জন্য কম কটাক্ষের মুখে পড়তে হয়নি তাঁকে। রণবীরের চরিত্র নিয়েও হয়েছে বহু কাটাছেঁড়া। উপরন্তু তাঁর একটি পুরনো ভিডিও নতুন করে ভাইরাল হতে শুরু করেছে, যেখানে তাঁকে বলতে শোনা যায়, তিনি গোমাংস ভক্ত। এর জেরেই রণবীরের (Ranbir Kapoor) বিরুদ্ধে ক্ষোভ আরও বেড়েছে আমজনতার।

This singer supported Ranbir kapoor in controversy

ভিডিও ঘিরে বিতর্ক: বিতর্কের সূত্রপাত একটি ভিডিও থেকে। বছর ১৫ আগের ওই সাক্ষাৎকারের ভিডিও নতুন করে ভাইরাল হতে বছর কয়েক আগে ঝড় উঠেছিল সোশ্যাল মিডিয়ায়। প্রকাশ্যে গোমাংস ভক্ষণের কথা বলায় নেটিজেনদের রোষের মুখে পড়তে হয়েছিল রণবীরকে (Ranbir Kapoor)। এরপর রামায়ণে রামের চরিত্রে তাঁর নাম ঘোষণা হতেই নতুন করে ছড়ায় ক্ষোভের আগুন।

আরো পড়ুন : মত্ত অবস্থায় ছাত্রীদের সঙ্গে ক্লাসরুমে নাচ প্রধান শিক্ষকের, তারপর? ভিডিও ভাইরাল হতেই তোলপাড়

রণবীরের পাশে গায়িকা: নেটিজেনদের একাংশ ক্ষোভ উগরে দিয়ে বলেছিলেন, গোমাংস খাদক রণবীরকে (Ranbir Kapoor) রামের চরিত্রে মানবেন না তাঁরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রণবীর এবং সাই পল্লবীর একটি ছবি ভাগ করে কটাক্ষ করা হয়, ‘গোমাংস খাদক এবার ভগবান রামের চরিত্রে অভিনয় করছে!’ সবদিক দিয়ে যখন ট্রোলের মুখে পড়ছেন রণবীর (Ranbir Kapoor), তখন তাঁর পাশে দাঁড়ালেন গায়িকা চিন্ময়ী শ্রীপদা।

আরো পড়ুন : রেলওয়েতে চাকরির সুবর্ণ সুযোগ, শীঘ্রই শুরু রেজিস্ট্রেশন, কারা করতে পারবেন আবেদন?

ট্রোল পোস্টটি শেয়ার করে তিনি পালটা খোঁচা দিয়ে লিখেছেন, ‘ঈশ্বরের নাম করে কোনো বাবাজি ধর্ষক হতে পারে। আবার ভোট পাওয়ার জন্য প্যারোল পায়। এদিকে কে কী খাচ্ছে সেটাই এখন বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে’।