বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অপেক্ষা আর মাত্র কয়েকটা ঘন্টার। তারপরেই ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচের মধ্য দিয়ে আরম্ভ হয়ে যাবে ২০২৩ সালে ভারতের মাটিতে আয়োজিত হওয়া ওডিআই বিশ্বকাপের (2023 ODI World Cup) যাত্রা। প্রত্যেকটি দলই নিজেদের সেরাটা দিয়ে খেতাব দখলের জন্য মরিয়া থাকবে। তবে দেশের মাটিতে আয়োজিত হওয়ায় ভারতীয় দলের ওপর প্রত্যাশার চাপটা একটু বেশি থাকবে। আজকের এই প্রতিবেদনে আমরা তুলে ধরতে চলেছি এমন কিছু তারকার কথা যারা প্রত্যাশা, বিতর্ক ও ভালো ফর্ম নিয়ে বিশ্বকাপে আসছে। তারা যেমন পারফরম্যান্সই করুক না কেন তারা গোটা বিশ্বকাপ জুড়ে আলোচনার কেন্দ্রে থাকবেন।
◆ সাকিব আল হাসান: সাম্প্রতিক অতীতে তাকে ভালো ছন্দে দেখা গিয়েছে। ভারতের বিরুদ্ধে এশিয়া কাপের ম্যাচ ব্যাট হাতে তিনি অসাধারণ ছন্দে ছিলেন। বল হাতেও ভারতের পিচে তিনি কার্যকরী ভূমিকা পালন করতে পারেন। নিজের অভিজ্ঞতাও তাকে অনেকটা বড় সুবিধা দেয়। কিন্তু বিশ্বকাপের আগে বাংলাদেশের দল গঠনের সময় তামিম ইকবালের মত অভিজ্ঞ তারকাকে না নিয়ে আসায় তিনি বিতর্কে জড়িয়েছেন। চোটের কারণে হয়তো প্রথম দিকের কয়েকটি ম্যাচে মাঠেও নামতে পারবেন না। তবে যখনই তিনি ম্যাচে ফিরুক না কেন তখনই তার ওপর সকলের নজর থাকবে।
◆ রোহিত শর্মা: বিশ্বকাপে মাঠে নামা মাত্রই তিনি মহেন্দ্র সিংহ ধোনির রেকর্ড ভেঙে সবচেয়ে বয়স্ক ভারতীয় অধিনায়ক হিসেবে বিশ্বকাপে নেতৃত্ব দেওয়ার কৃতিত্ব অর্জন করবেন। আরেকটি শতরান করতে পারলেই তিনি বিশ্বকাপে এককভাবে সবচেয়ে বেশি শতরানের মালিক হয়ে যাবেন। তার অধিনায়কত্বের ওপর নির্ভর করছে যে ভারতীয় দল কেমন পারফরম্যান্স করবে। ফলে সবসময় তার ওপর নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।
◆ কেন উইলিয়ামসন: আইপিএল খেলতে গিয়ে চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। তবু তাকে স্কোয়াদে রেখেই দল ঘোষণা করেছিল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। বিশ্বাস ছিল যে তিনি সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠবেন। তাদের সেই বিশ্বাসের মর্যাদা দিয়েছেন কেন। বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচেই তিনি ব্যাট হাতে মাঠে নেমেছিলেন। তাকে ছন্দে দেখিয়েছে কিন্তু প্রাথমিকভাবে বিশ্বকাপের প্রথম দিকে হয়তো তাকে মাঠে নামানোর ঝুঁকি নেবে না নিউজিল্যান্ড। তবে তিনি মাঠে ফিরলে তার ওপর নজর থাকবে সকলের। কারণ গত দুইবারের বিশ্বকাপে নিউজিল্যান্ডকে তিনি বিশ্বকাপের ফাইনাল অবধি নিয়ে গিয়েছিলেন। ভারতের মাটিতে শেষ ধাপটা পেরিয়ে যাওয়ার জন্য মরিয়া থাকবেন তিনি এবং তার দল।
◆ গ্লেন ম্যাক্সওয়েল: ইনিও বিশ্বকাপের আগে সবে চোট সারিয়ে ফিরেছেন। ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় অস্ত্র হয়ে ওঠার ক্ষমতা রাখেন এই অলরাউন্ডার। ব্যাটিংয়ে তিনি বিধ্বংসী বরাবরই। ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজে ব্যাট হাতে ভালো কিছু করতে না পারলেও পাকিস্তানে বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নিজের ছন্দে ফিরেছেন তিনি। আর বল হাতে ভারতের বিরুদ্ধে সিরিজে ভারতের তারকা ক্রিকেটারদের বিপদে ফেলেছিলেন তিনি। ভারতের মাটিতে স্পিনার অলরাউন্ডার হিসেবে অস্ট্রেলিয়ার যাত্রায় বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলেছেন এই তারকা।