বাংলাহান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi), করোনা সংক্রমণের মধ্যে দেশবাসীকে ঘরে থেকে সামাজিক দূরত্ব পালন করার, বিভিন্ন সামাজিক মূলক কাজকর্মে নিযুক্ত থাকার বার্তা দিয়ে এসেছেন। সকল দেশবাসীর কথা ভেবে করোনাকালে যখন লকডাউনে মানুষ গৃহবন্দি হয়েছিলেন, তখন দেশবাসীকে যুক্ত রেখেছিলেন নানারকম কর্মকান্ডে।
লকডাউনের মধ্যে প্রধানমন্ত্রীর দেশবাসির উদ্দেশ্যে বার্তা শোনার জন্য অধীর আগ্রহে বসে থাকতেন মানুষজন। প্রথমবার দেশবাসীর উদ্দেশ্যে এক অনুরোধ করেছিলেন প্রধানমন্ত্রী, তিনি বলেছিলেন- এই সংকটের দিনে যেসকল করোনা যোদ্ধারা দেশের সেবায় নিয়োজিত রয়েছেন, তাদের জন্য নির্দিষ্ট একটি দিনে নির্দিষ্ট কিছু সময় ধরে হাততালি দিয়ে, শঙ্খ বাজিয়ে কিংবা থালা বাজিয়ে তাদের উৎসাহ দিতে।
প্রধানমন্ত্রী মোদীর এই অনুরোধ সর্বোতভাবে পালন করার পর আরও এক অনুরোধ করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। তিনি দেশবাসীকে একটি নির্দিষ্ট দিনে রাত ৯ টার সময় ৯ মিনিট ধরে প্রদীপ জ্বালানোর অনুরোধ করেছিলেন। প্রধানমন্ত্রীর এই অনুরোধও সকল দেশবাসী সর্বোতভাবেই পালন করে। সেদিন সকল দেশবাসীর মত প্রধানমন্ত্রী নিজেও প্রদীপ জ্বালিয়ে ছিলেন এবং সেই ছবি নিজের ট্যুইটার (Twitter) হ্যান্ডেল থেকে শেয়ারও করে নিয়েছিলেন।
शुभं करोति कल्याणमारोग्यं धनसंपदा ।
शत्रुबुद्धिविनाशाय दीपज्योतिर्नमोऽस्तुते ॥ pic.twitter.com/4DeiMsCN11— Narendra Modi (@narendramodi) April 5, 2020
বছর শেষে ট্যুইটার আবারও পুরোন স্মৃতি ফিরে দেখায়। সবথেকে বেশি লাইক, শেয়ার এবং সর্বোপরি ভাইরাল হওয়া ছবি আবারও শেয়ার করে ট্যুইটার কর্তৃপক্ষ। সেই রিপোর্টে দেখা যায়, সেদিনের প্রধানমন্ত্রীর সেই প্রদীপ জ্বালানোর ছবি এবছরের মধ্যে সবথেকে বেশিবার শেয়ার, লাইক এবং ভাইরাল হয়েছে। অর্থাৎ প্রধানমন্ত্রীর সেই প্রদীপ জ্বালানোর ছবি সবথেকে বেশিবার রিট্যুইট হয়েছে। প্রায় ১ লক্ষ ১৮ হাজার বার রিট্যুইট হয়েছে প্রধানমন্ত্রী মোদীর শেয়ার করা সেই ছবি।
প্রধানমন্ত্রীর ট্যুইটারে ফলোয়ারের সংখ্যা বর্তমানে ৬ কোটিরও বেশি মানুষ। এমনকি সর্বাধিক রিভিউ প্রাপ্ত রাজনীতিবিদ হিসাবে প্রধানমন্ত্রী মোদী রয়েছেন সকলের শীর্ষে। এমনকি রাজনীতিবিদদের মধ্যে ফলোয়ারের সংখ্যার দিক থেকেও ১ নম্বরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।