হাঁটুতে গুরুতর চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে যেতে চলেছেন হায়দ্রাবাদের এই তারকা

বাংলা হান্ট ডেস্কঃ হাঁটুতে গুরুতর চোট পেয়েছেন হায়দ্রাবাদের তারকা বোলার টি নটরাজন। যার কারণে এবার আইপিএল থেকে ছিটকে যেতে চলেছেন তিনি। আইপিএল চলাকালীন হাঁটুতে গুরুতর চোট পান তিনি। তার পর থেকে তিনি হাঁটুতে নিয়মিত ব্যথা অনুভব করছেন। আর তাই চিকিৎসার জন্য এবার জৈব সুরক্ষা বলয়ের বাইরে যেতে হবে টি নটরাজনকে। চিকিৎসা করে ফিরে এসে কোয়ারেন্টিনে থাকার পর আবার নতুন করে আইপিএল শুরু করা তার পক্ষে সম্ভব হবে না বলেই মনে করা হচ্ছে। আর তাই আইপিএল 2021 থেকে ছিটকে যেতে চলেছেন টি নটরাজন।

দলের তরফ থেকে এখনো সরকারি ভাবে কোন ঘোষণা না করলেও জানা গিয়েছে যত দ্রুত সম্ভব নয় নটরাজনের হাঁটুর সিটি স্ক্যান করা দরকার। আর জৈব সুরক্ষার ভেতর থেকে সিটি স্ক্যান করা কখনই সম্ভব নয়, তাই তাকে জৈব সুরক্ষা বলয়ের বাইরে যেতে হবে এবং সম্ভবত আইপিএল 2021 থেকে ছিটকে যাবেন তিনি।

images 9 28

সানরাইজার্স হায়দরাবাদ দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নার জানিয়েছেন, ফিজিওরা চেষ্টা করে যাচ্ছেন টি নটরাজনকে দ্রুত সুস্থ করার কিন্তু ওর চোট পাওয়া জায়গায় এখানও ফুলে রয়েছে। তাই যত দ্রুত সম্ভব সিটি স্ক্যান করাতেই হবে। সেই কারণে জৈব সুরক্ষা বলয়ের বাইরে চিকিৎসার জন্য যেতে হবে টি নটরাজনকে।
বিসিসিআই সূত্রে জানানো হয়েছে, ভারতীয় দলের এই জোরে বোলারকে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে নিয়ে গিয়ে চিকিৎসা করা হবে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর